আজকাল ওয়েবডেস্কঃ সম্প্রতি পূর্ব লিবার্টিতে গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জোন ৫ থেকে পিটসবার্গ পুলিশকে পূর্ব লিবার্টির নর্থ সেন্ট ক্লেয়ার স্ট্রিট এবং ব্রড স্ট্রিটের আশেপাশে দুটি পৃথক শটস্পটার দেখাশোনার জন্য পাঠানো হয়েছিল। এমন সময়ে তাঁদের বেশ কয়েকজনের ফোনে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার খবর আসে। রাত পৌনে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে৷ 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পিটসবার্গ ইএমএস তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য একজনকেও একইরকম গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয়। আহত তৃতীয় ব্যক্তিকে স্থিতিশীল অবস্থায় আনা গিয়েছে বলে খবর। আরও জানা গিয়েছে, দুজন গুলিবিদ্ধ অবস্থায় গাড়িতে করে শিশু হাসপাতালে আসেন। তাঁদের দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল। 

ঘটনার কারণ এখনও জানা যায়নি৷ মোবাইল ক্রাইম ইউনিট ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহের জন্য পৌঁছয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা।  ঘটনাটি ভায়োলেন্ট ক্রাইম ইউনিটের গোয়েন্দারা তদন্ত করছেন। এখনও কাওকে গ্রেপ্তার করা হয়নি। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷