আজকাল ওয়েবডেস্ক: বরফে ঢাকা আন্টার্কটিকার পেনিনসুলায় দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন দম্পতি। কিন্তু তাদের পিছনে দাঁড়িয়ে কেউ যে অপেক্ষা করছে যুগলের সরে যাওয়ার জন্য সেটা তাঁরা বুঝতে পারেননি। সেই ‘কেউ’ ব্যক্তি আর কেউ নয়, একটি পেঙ্গুইন। ওই পেঙ্গুইন এবং যুগলের মধ্যে অপ্রত্যাশিত তবে মিষ্টি মেলবন্ধন দেখা গিয়েছে। তুষারে ঢাকা পথ দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিল পেঙ্গুনটি। ওই যুগল পেঙ্গুইনের যাত্রাপথের মাঝে দাঁড়িয়ে ছিলেন হয়তো না বুঝেই। মজার বিষয় হল, পেঙ্গুইনটি ধৈর্য ধরে অপেক্ষা করছিল, যেন ওই যুগল সরে গেলেই ফের সে রওনা দেবে।

 

 

পেঙ্গুইনটির বুদ্ধি ও ধৈর্য দেখে ভিডিওটিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়, ওই যুগল মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। তখনই পেছনে পেঙ্গুইনটি নীরবে দাঁড়িয়ে ছিল। পেঙ্গুইনটি একেবারেই বিরক্ত না হয়ে তাদের সরে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। যখন দম্পতি পেঙ্গুইনটিকে দেখতে পান, তারা সঙ্গে সঙ্গে সরে যান এবং পেঙ্গুইনটিকে পথ ছেড়ে দেন। ভিডিওটি শেয়ার করে সিয়েরা ইয়াবারা তরুণী লিখেছেন, ‘পেঙ্গুইন হাইওয়েতে ট্র্যাফিক জ্যাম কিন্তু কেউ এক্সকিউজ মি বলতে যখন লজ্জা পায়’।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Ciera Ybarra (@ciera.ybarra)