আজকাল ওয়েবডেস্ক : রোজ কত রকমের কাণ্ড ঘটতে দেখা যায় সমাজমাধ্যমে। সম্প্রীতি এমনই একটি আজব প্রতিযোগিতার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। মাথা দিয়েই ৩০ মিনিটে ৩৯টি নরম পানীয়ের ক্যান ফাটিয়ে ফেললেন পাকিস্তানী এক ব্যক্তি।


ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অবিরাম মাথা দিয়ে নরম পানীয়ের  ক্যানের ওপর বারি মারছেন। তাতেই দুমড়ে মুচড়ে যাচ্ছে    ক্যানগুলি। ব্যাক্তির মাথার জোর যে কাউকে চমকে দেওয়ার মতো।এমনকি ক্যানগুলি পানীয় বেরিয়ে যেতে দেখা যাচ্ছে।

?ref_src=twsrc%5Etfw">March 24, 2025

ভিডিওটিকে  ঘিরে নেমে এসেছে সমালোচনা ঝড়। অনেকেই পাকিস্তানকে কটাক্ষ  করেছেন। কমন্টে একজন ওই ব্যাক্তির জন্য চিন্তা প্রকাশ করে লিখেছেন, 'তিনি ঠিক আছেন?'দ্বিতীয়ব্যক্তি লিখেছেন, 'পাকিস্তানেই এসব ঘটনা সম্ভব।' তৃতীয় ব্যক্তি ঘটনাটির নিন্দা করে লিখেছেন, 'দুনিয়াতে রোজগারের জন্য মানুষ কত কী করছেন। আর কিছু মানুষ নির্বোদের মতো আচরণ করে যাচ্ছেন।'