আচমকাই শুটআউট পাকিস্তানে! তাতেই প্রাণ হারালো এক যুবক। জানা গিয়েছে, মৃত ব্যক্তির সঙ্গে আশফাক নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ গ্ৰুপে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা লেগেছিল। যার জেরেই অভিযুক্ত মেজাজ হারিয়ে ওই ব্যক্তির ওপর গুলি চালান। খুন করেই অভিযুক্ত চম্পট নেয়। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে । ঘটনাটি ৭ মার্চ পাকিস্তানের পেশোয়ার পাখাতুনখোয়া অঞ্চলে ঘটেছে।
সংবাদমাধ্যমকে নিহত ব্যক্তির ভাই জানিয়েছেন, গুলি চলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর দাদা মুস্তাক এবং আশফাক হোয়াটসঅ্যাপ গ্ৰুপের মধ্যেই একটি বিষয় নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। এরপরেই তাঁর দাদা আশফাককে হোয়াটস্যাপ গ্ৰুপ থেকে বের করে দেন। চটে গিয়ে মুস্তাকের ওপর গুলি চালান আশফাক নামের ওই অভিযুক্ত। পরিবারেরও কোনও ধারণা নেই কী নিয়ে তাঁদের মধ্যে ঝামেলা তৈরি হয়েছিল।
স্থানীয় পুলিশের রিপোর্ট অনুসারে খবর মিলেছে, ওই সময় দু'ই ব্যক্তি ঝামেলা মেটানোর চেষ্টা করছিল। তখনই আচমকা গুলি চালিয়ে খুন করেন অভিযুক্ত। গোটা ঘটনা পুলিশকে জানিয়ে নিহত ব্যক্তির দাদা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে।
