আজকাল ওয়েবডেস্ক: কপিল শর্মার ক্যানাডার ক্যাফেতে ফের চলল গুলি। এই নিয়ে এক মাসের ভেতর দ্বিতীয়বার ওই ক্যাফেতে গুলি চলল। খালিস্তানপন্থী দুই গ্যাংস্টার গুরপ্রীত সিং ওরফে গোল্ডি ধিলন এবং লরেন্স বিষ্ণোই সোশাল মিডিয়ায় পোস্ট করে এই হামলার দায় স্বীকার করেছে। এ দিন কমপক্ষে ২৫টি গুলির শব্দ শোনা গিয়েছে।

গুলির শব্দের মধ্যেই ভাইরাল ভিডিওতে একটি কণ্ঠস্বরও শোনা গিয়েছে। সেখানে বলা হচ্ছে- "... আমরা ওকে (একজন ব্যক্তি) ফোন করেছিলাম, কিন্তু সে ফোনকল শুনতে পায়নি, তাই আমাদের ব্যবস্থা নিতেই হল। যদি সে পরেরবারের ফোনকলটিও না শোনে, তাহলে পরবর্তী পদক্ষেপ শীঘ্রই মুম্বইতে নেওয়া হবে।"

মুম্বই পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টি খতিয়ে দেখছে।

কৌতুকশিল্পী কপিল শর্মার খোলা নতুন ক্যাপস ক্যাফেতে প্রথম হামলাটি ঘটেছিল গত ১০ জুলাই। হামলার সময়ে বেশ কয়েকজন কর্মচারী তখনও ক্যাপের ভিতরে ছিলেন। গুলিবর্ষণে কেউ আহত হয়নি। ক্যাফের একটি জানালায় কমপক্ষে ১০টি গুলির চিহ্ন পাওয়া যায়, গুলি লেগে অন্য একটি জানালার কাচ ভেঙে গিয়েছিল।

ক্যাপস ক্যাফের তরফে জানানো হয়, তারা হিংসার বিরুদ্ধে "দৃঢ়" অবস্থান নেবে যাতে অতিথিদের জন্য এই স্থানটিকে "সব সম্প্রদায়ের" প্রতীক হিসেবে তুলে ধরা যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে যে, তারা ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে অবগত। দাবি করা হয়েছে যে ১০ জুলাইয়ের গুলিবর্ষণের দায় একজন খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গ্রহণ করেছেন।

ক্যাপস ক্যাফেতে প্রথম গুলিবর্ষণের ঘটনার পর, সন্ত্রাসবাদী গোষ্ঠী বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই) এর একজন সদস্য বলেছিলেন যে, কৌতুকাভিনেতাদের অনুষ্ঠানের একজন অংশগ্রহণকারী নিহং শিখদের ঐতিহ্যবাহী পোশাক এবং আচরণ সম্পর্কে কিছু "হাস্যকর" মন্তব্য করেছিলেন, যা ওই সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। বিকেআই সন্ত্রাসী, হরজিৎ সিং লাড্ডি, ১০ জুলাইয়ের গুলিবর্ষণের দায় স্বীকার করে।

কানাডিয়ান সরকার খালিস্তানপন্থী বাব্বর খালসা ইন্টারন্যাশনালরে সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছে। লাড্ডি জাতীয় তদন্ত সংস্থার মোস্ট-ওয়ান্টেড তালিকায়ও রয়েছে।