আজকাল ওয়েবডেস্ক: ভক্তদের আকর্ষণ করতে কোনও খামতি রাখা যাবে না। তাই মাসে পাঁচ লক্ষ টাকা খরচ করেন এক অনলিফ্যানস মডেল তাও শুধু তাঁর দুই পা খুঁতবিহীন রাখতে। 

মারি তেমারা একজন অনলিফ্যানস মডেল। সম্প্রতি তিনি জানিয়েছেন, মাসে পাঁচ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লক্ষ টাকা খরচ করেন শুধু মাত্র তাঁর পায়ের যত্ন নিতে। কারণ পা দু’টিই তাঁর উপার্জনের অন্যতম সূত্র। ম্যাসাজ থেকে শুরু করে পায়ের ফেসিয়াল সব কিছু করেন তিনি।

একটি সাক্ষাৎকারে তেমারা বলেন, “আমার লম্বা পা আমার অর্থ উপার্জনকারী, এবং সবাই সেগুলিকে ভালবাসে। আমি মাসে পাঁচবার পর্যন্ত পায়ের যত্নের অ্যাপয়েন্টমেন্টে যাই, যার মধ্যে রয়েছে আমার পায়ের পেশীগুলিকে টানটান রাখার জন্য ম্যাসাজ এবং পায়ের অপূর্ণতা দূর করার জন্য ফেসিয়াল।“

এগুলো করার জন্য টাকা খরচ করতে দ্বিধা করে না তিনি। কারণ যতদিন সম্ভব পা দু’টিকে সুন্দর এবং সুসজ্জিত রাখতে চান তেমারা। পায়ে যাতে ব্যাথা না পান সেজন্য বাস্কেটবল খেলাও বন্ধ করে দিয়েছেন।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Abiud Sandoval (@abiud_sando)