আজকাল ওয়েবডেস্ক: ওএফস (OnlyFans) সাইটে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের সাবস্ক্রিপশন নেওয়ার অভিযোগে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ২০ বছরের মাডি মিলার। মিলার নিজেও একজন সফল ওএফস কনটেন্ট নির্মাতা—প্রতি মাসে আয় প্রায় ৩০ হাজার মার্কিন ডলার। তবু প্রেমিকের গোপন সাবস্ক্রিপশনকে ‘বিশ্বাসঘাতকতা’র সঙ্গে তুলনা করেছেন তিনি।

সংবাদমাধ্যমকে মিলার জানান, “বিশ্বাস একটা সম্পর্কের ভিত। আমি যখন প্রেমিকের ফোনে অন্য মহিলার নগ্ন ছবি দেখতে পাই, তখন আমি বুঝে যাই—এটা চলতে পারে না।”

তিনি আরও বলেন, “কোনও যৌন কনটেন্ট দেখা নিয়ে আমার আপত্তি নেই। কিন্তু সে যদি আমার সঙ্গে খোলামেলা কথা বলত, তাহলে বিষয়টা অন্যভাবে দেখা যেত। কিন্তু গোপনে পরিচিত নির্মাতার কনটেন্ট দেখা—এটা বিশ্বাসঘাতকতা।” এই ঘটনা কেবল মিলারের ওপরই নয়, তাঁর ভবিষ্যতের সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলেছে বলে জানান তিনি।

 এক সমীক্ষা জানাচ্ছে, নারীদের তুলনায় পুরুষরা কমসংখ্যায় ওএফস সাবস্ক্রিপশনকে 'প্রতারণা' বলে মনে করেন। প্রায় ৬১.৩% মহিলা বলেছেন, এটি নিশ্চিতভাবেই প্রতারণা। অন্যদিকে ৪৬.১% পুরুষ মনে করেন, বিষয়টি নির্ভর করে পারস্পরিক বোঝাপড়ার ওপর।

ট্যালেন্ট এজেন্সি ‘মিলিয়ন বিলিয়ন মিডিয়া’র প্রতিষ্ঠাতা লুসি ব্যাংকস জানান, “সমাজ ও সম্পর্ক এখন অনেক বদলেছে। প্রতিটি সম্পর্কে এখন অনেক বেশি খোলামেলা আলোচনা, স্বচ্ছতা ও আবেগময় বুদ্ধিমত্তা দরকার।”

তিনি বলেন, “আপনার সঙ্গী যদি কারও ওএফস সাবস্ক্রাইব করে, সেটা প্রতারণা কি না—তা নির্ভর করে সেই সম্পর্কের চরিত্রের ওপর।” এই ঘটনা ঘিরে এখন অস্ট্রেলিয়াজুড়ে সম্পর্ক, স্বচ্ছতা ও ডিজিটাল আচরণ নিয়ে চলছে তুমুল বিতর্ক।