আজকাল ওয়েবডেস্ক: এক বৈঠক চলাকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ঝগড়া লাগাতে চেয়েছিলেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো! এমনই দাবি আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতকে একাধিকবার আক্রমণ করেছেন হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। ফের তাঁকেই নিশানা করলেন আমেরিকার প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা।
জন বোল্টন বলেছেন, "আমি আশা করেছিলাম যে দুই রাষ্ট্রনেতা কৌশলগত বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। যেমন চীনের মোকাবিলা করা কিংবা এই শতাব্দীর বাকি সময় ধরে আমরা যে বিরাট হুমকির মুখোমুখি হচ্ছি সেটার মোকাবিলা করা। কিন্তু পিটার কেবলই ভারতের বাণিজ্য কৌশলকে কতটা অন্যায্য বলে মনে করেন সেটা নিয়ে কথা বলতে চাইছিলেন। আমি যদিও ব্যবসায়ীদের এমন করতে দেখেছি। বাণিজ্য বিষয়গুলিতে সর্বদা অভিযোগ থাকে। আসলে বিষয়বস্তুটাই তেমন।"
পিটার নাভারোর সম্পর্কে কথা বলতে গিয়ে জন বোল্টন বলেছিলেন, "আপনি যদি পিটারকে একটি ঘরে একা রেখে এক ঘন্টা পরে ফিরে আসেন, তাহলে দেখা যাবে তিনি নিজের সঙ্গেই নিজে তর্ক করছেন।"
সম্প্রতি নয়াদিল্লির বিরুদ্ধে ভয়ঙ্কর তোপ দেগেছিলেন নাভারো। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ভারত কেবল মুনাফার জন্য রাশিয়া থেকে তেল কিনছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আগে আগে নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনেনি। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এই কাজ করছে। ইউক্রেনীয়দের হত্যা করা বন্ধ করুন। আমেরিকানদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করুন।"
দিনকয়েক আগে নাভারো বলেন, "ভারতের রুশ তেলের দরকার নেই। কেবল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত।" তিনি ভারতকে "শুল্ক মহারাজা" বলে অভিহিত করেন এবং হুমকি দেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার কোনও পর্যায়ে যদি ভারত রাশিয়া থেকে তেল কেনবা অব্যাহত রাখে " তবে নয়াদিল্লির জন্য ভাল হবে না।"
বোল্টনের মতে, ওয়াশিংটন এবং নয়াদিল্লির মধ্যে বাণিজ্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, "এই শতাব্দীর বাকি সময় ধরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, অস্তিত্বগত প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ।"
আরও পড়ুন- উত্তর কোরিয়ায় বড় বিপ্লবের ইঙ্গিত, কিম জং উনের কুর্সিতে বসছেন এক মহিলা! কে তিনি?
