আজকাল ওয়েবডেস্ক: উত্তর কোরিয়া যেন বিশ্বের বিচ্ছিন্ন একটা রাষ্ট্র। সেই দেশ ঘিরে নানা রহস্য়। উত্তর কোরিয়া পুরুষতন্ত্রে নিমজ্জিত। এ দেশের রাজনৈতিক ক্ষমতা সর্বদা পুরুষ নেতাদের হাতেই কেন্দ্রীভূত হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ সত্ত্বেও, প্রায়শই অপেকৃত কম গুরুত্বপূর্ণ ভূমিকায় তাঁদের দেখা যায়। এখানে মহিলারা কঠোর সামাজিক স্তরবিন্যাসের মুখোমুখি। এ হেন দেশই বড় বিপ্লবের দোরগোরায়। পুরষশাসিত উত্তর কোরিয়ার ক্ষমতা যেতে পারে এক মহিলার হাতে! 

জল্পনা যে, কিম জং উন তাঁর মেয়ে কিম জু এই-কে তাঁর উত্তরসূরি হিসেবে মনোনীত করার পরিকল্পনা করছেন। ঘটনা বাস্তবায়িত হলে, কর্তৃত্ববাদী কমিউনিস্ট রাষ্ট্রের নেতৃত্ব দেবেন কিম-কন্যা। কিম জু-ই হবেন উত্তর কোরিয়ার প্রথম নারী শাসক।

এই মাসের শুরুতে কিম জু এই যখন তাঁর বাবা তথা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে 'দ্য সান ট্রেন'-এ চীনে গিয়েছিলেন। তখনই তিনি সকলের মনোযোগ আকর্ষণ করেন। বৃহস্পতিবার, দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে, কিম জু এই-ই নেতা কিম জং উনের স্বীকৃত উত্তরসূরি বলে মনে করা হচ্ছে। কিম সেই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছিলেন। ওই মঞ্চ কৌশলে ব্যবহার করে কিম জং তাঁর উত্তরাধিকারীকে বিশ্বের দরবারে হাজির করেন।

সংবাদ সংস্থা এএফপি অনুসারে, জু এই-এর একজন বড় ভাই আছেন। যাঁকে গোপনে কিম জন উন পরবর্তী উত্তর কোরিয়ার নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে গুঞ্জন ছিল। কিন্তু এখন সেই গুজব থামিয়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)-এর অনুমান যে- রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবি এবং চীনে কিম জং উনের সঙ্গে তাঁর কন্যা জু এই-এর অবস্থান বেশ তাৎপর্যবাহী।

আরও পড়ুন- মাত্র ১৭০০ টাকায় ‘শুভরাত্রি’! নিজের অদ্ভুত গুণ দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করছেন মহিলা...

আরও পড়ুন- হিমালয়ের পাদদেশে 'মহা বিশৃঙ্খলা'! অসমাপ্ত 'বিপ্লব'? জেন জেড আন্দোলনে কার লাভ?...