আজকাল ওয়েবডেস্ক : নতুন বছরের শুরুতেই বিপত্তি। একটি নয় দুটি গ্রহানু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এমনটাই সতর্কবার্তা জারি করেছে নাসা। তাদের দাবি এরফলে পৃথিবীর তেমন কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারা একটি নির্দিষ্ট দূরত্ব রেখেই পৃথিবী থেকে সরে যাবে। আজ অর্থাৎ বৃহস্পতিবারই এই দুটি গ্রহানু পৃথিবীর ধার দিয়ে চলে যাবে।
নাসা জানিয়েছে এই দুটি গ্রহানুর আয়তন ৭৮ ফুটের মতো। অন্যভাষায় বলতে হলে এটি একটি ছোটো প্লেনের সমান। পৃথিবীর ধারে এটি যখন যাবে তখন সময় হবে রাত ২ টো ৫৩ মিনিট। এর গতি হবে ঘন্টায় ৩০ হাজার ৩৬৭ মাইল। পৃথিবীর থেকে ২ লক্ষ ৮০ হাজার দূরত্ব বজায় রেখে এটি চলে যাবে। যদি এটি পৃথিবীর আরও কাছে আসত তাহলে পৃথিবীর ক্ষতি হতে পারত। তবে সেখানে খানিকটা হলেও স্বস্তি দিয়েছে। তবে যে দূরত্ব তারা রেখেছে তাতে সেই ক্ষতির পরিমান অনেকটাই কম হবে।
প্রথম গ্রহানুটি পৃথিবীর কাছ দিয়ে যাওয়ার পর দ্বিতীয় গ্রহানুটি আসবে। সেটির আকার ৭৬ ফুট অর্থাৎ আগের থেকে একটু কম। এর গতি রয়েছে ৪৬ হাজার ৩৩৮ মাইল প্রতি ঘন্টা। এটি পৃথিবী থেকে ১ লক্ষ ৮০ হাজার মাইল দূরত্ব দিয়ে চলে যাবে।
মহাকাশবিজ্ঞানীরা মনে করছেন ২০২৪ সাল থেকে পৃথিবীর ধার দিয়ে গ্রহানু যাওয়ার পরিমান বাড়ছে। এটি পৃথিবীর পক্ষে খুব একটা সুখের খবর নয়। যে গ্রহানুগুলি ধার দিয়ে চলে যাচ্ছে সেগুলি পৃথিবীর দিকেও আসতে পারে। যদিও পৃথিবীর বায়ুমন্ডল তার চারিদিকে একটি পুরু চাদর দিয়ে ঢেকে রেখেছে। তবে যদি গ্রহানুর আকার বড় হয়ে যায় তাহলে সেটি সেই চাদর ভেদ করে পৃথিবীর বুকে আছড়ে পড়তেই পারে।
নাসা বর্তমানে পৃথিবীর বুকে আছড়ে পড়া গ্রহানুগুলির উপর নজর রাখছে। তাদের গতিবিধি থেকে বোঝা যায় আমাদের সৌরজগতে বেশ কয়েকটি পরিবর্তন আসতে চলেছে। এরফলে এই গ্রহানুগুলি নিজের কাজ করতে থাকে। এগুলি যত বেশি পৃথিবীর কাছে আসবে তত এর পরবর্তী গ্রহানুগুলি আসার পথ প্রশস্থ হবে। তখন এই নীল গ্রহের কী পরিস্থিতি হবে সেটাই সবথেকে বড় প্রশ্ন।
