আজকাল ওয়েবডেস্ক: নাসার নাম কে না শুনেছেন। এর নাম কানে এলেই মহাকাশ নিয়ে নানা ধরণের ছবি আমাদের নজরে ভেসে ওঠে। আর এবার নাসা সকলকে সুযোগ করে দিচ্ছে যাতে সেখানে গিয়ে পড়ুয়ারা নিজেদের ইন্টার্নশিপ করতে পারেন।
এটা অনেকেই হয়তো জানেন না নাসা শুধু মহাকাশ নিয়েই গবেষণা করে না। তারা নানা ধরণের প্রযুক্তি, ব্যবসা, মানবতার নানা ধরণের প্রজেক্ট নিয়েও কাজ করে থাকে। এগুলি শেষ করার পর পডুয়ারা নিজেদের জীবন অন্যদিকে নিয়ে যেতে পারে। নাসার সেরা বিজ্ঞানী এবং গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ করে দেয় এই ইন্টার্নশিপ।
এখানে আবেদন করতে হলে আপনাকে ২৮ ফেব্রুয়ারির মধ্যেও আবেদন করতে হবে। এই ইন্টার্নশিপ শেষ হবে চলতি বছরের ১৬ মে। এখানে আবেদন করতে হলে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হলে আমেরিকার বাসিন্দা হতে হবে। তবে যদি বাইরের কোনও দেশ থেকে কেউ আবেদন করেন তাহলে তার কথাও ভেবে দেখে নাসা।
এখানে স্কুলপাস বা কলেজ পাস পড়ুয়ারা আবেদন করতে পারবেন। তবে তাকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে হবে এখানে ইন্টার্নশিপের পর যে সার্টিফিকেট দেওয়া হবে তা পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে তুলবে।
এখানে আবেদন করতে হলে নাসার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকেই এটি আবেদন করা যাবে। যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনলজি নিয়ে পড়ছেন তাদের কাছে এটি একটি বিরাট সুযোগ হতে পারে। নাসা থেকে তারা যে শিক্ষা পাবেন তাদের সেটা সারাজীবন ধরে কাজে লাগবে।
নাসা যে সময় ধরে পড়ুয়াদের নিজের কাছে রাখবে তাতে কোনও বাড়তি খরচ হবে না। নাসা নিজের দায়িত্বে সেই কাজটি করবে। এখানে মেধাবী পড়ুয়ারা বেশি সুযোগ পাবেন। নাসার বিভিন্ন কাজ শেখার পাশাপাশি নাসা এই সকল পড়ুয়াদের মধ্যে থেকে সেরাদের বেছে নেবে যারা পরবর্তীকালে নাসার সঙ্গে কাজ করতে পারবেন।
