আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বারের জন্য মার্কিন দেশের ক্ষমতা নিজের হাতে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি চালু করে দিয়েছেন বার্থ রাইট সিটিজেনশিপ। ট্রাম্পের এই নয়া নীতির ফলে সেখান থাকা বহু ভারতীয় খানিকটা হলেও সমস্যায় পড়েছেন। তবে শুধু ভারতীয়দের কথা বললে হবে না। সেখানে অন্য দেশ থেকে আসা মানুষরাও সমস্যায় পড়েছেন।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে মার্কিন দেশে বর্তমানে ৫৪ লক্ষ ভারতীয় বাস করেন। সেখানকার ১.৪৭ শতাংশ মানুষ ভারতীয়। যদিও এই ভারতীয়দের মধ্যে ৩৪ শতাংশ মানুষ আমেরিকার মাটিতেই জন্মগ্রহণ করেছেন। যদি ট্রাম্পের নীতি সঠিকভাবে চলে তাহলে সেখানে জন্মগ্রহণ করা ভারতীয়দের ভিসা পেতে বেশি সমস্যা হবে না।
মার্কিন মুলুকের সঙ্গে ভারতীয়দের একটি বিশেষ যোগ রয়েছে। সেখানকার রাজনীতি থেকে শুরু করে কাজের বাজার সর্বত্রই রয়েছে এই যোগ। তবে কীভাবে মার্কিন দেশের সঙ্গে ভারতের এহেন যোগাযোগ হল তা কিন্তু অনেকেই জানেন না।
২০ দশকে ভিখাজি বালসারা প্রথম ভারতীয় যিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেছিলেন। তিনি ছিলেন মুম্বইয়ের একজন কাপড়ের ব্যবসায়ী। তবে তাকে এই নাগরিকত্ব আদায় করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। ১৭৯০ সালের মার্কিন নীতিকে অনুসরণ করেই তিনি সেই দেশের নাগরিকত্ব লাভ করেছিলেন।
বালসারাকে নিউইয়র্ক কোর্টে টানা মামলা লড়ে যেতে হয়েছিল। সেই সময় তাকে নাগরিকত্ব দিতে কেউ রাজি ছিল না। তবে সকল বাধাকে অতিক্রম করে তিনি এই অসাধ্যকে সাধন করেছিলেন। তার মার্কিন মুলুকে প্রবেশের পরই অন্য দেশের জন্য আমেরিকা নিজের দরজা খুলে দেয়। সেখানে আরব, আফগান সকলেই ছিলেন।
বালসারা নিজে একজন পার্সি ছিলেন। পার্সিয়ান আইন অনুসারে তাকে সহজে মেনে নিতে চায়নি আমেরিকা। তবে আমেরিকার বাসিন্দা হতে তিনি ছিলেন বদ্ধপরিকর। তাই আদালতে লড়াই করে তিনি নিজের জয় ছিনিয়ে নিয়েছিলেন। তার দেখানো পথ ধরেই আজও আমেরিকার ভিসা পেয়ে থাকেন অন্য সকলে।
