আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে হরেকরকমের মজাদার জিনিস। কেউ কেউ বিভিন্ন জিনিস নিয়ে প্র্যাঙ্কও করেন। অনেকক্ষেত্রে সেগুলো ভাইরালও হয়ে যায়। কেউ নাচ করেন, কেউ আবার নানারকমের কৌতুক করেন। সম্প্রতি ফিলিপাইনের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, ঠোঁটে সুপার গ্লু লাগিয়েছেন এক ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, তাঁর ঠোঁট দৃঢ়ভাবে আটকে গিয়েছে। কোনও কথা বলতে পারছেন না। ঠাট্টা করতে গিয়ে নিজের বিপদ ঢেকে আনলেন যুবক।
ঠিক কী ছিল ভিডিওতে? দেখা যাচ্ছে, লোকটি একটি দোকানে বসে সুপার গ্লু-এর একটি টিউব ধরে রয়েছেন। প্রথমে ক্যামেরার কাছে এনে সেই টিউবটি দেখান। এরপর তিনি তাঁর ঠোঁটে আঠা লাগিয়ে দেন। প্রথমে তাঁর কাণ্ড নিয়ে হাসাহাসি করলেও কিছুক্ষণ পর তাঁর সেই মুখের হাসি মিলিয়ে যায়। কোনওভাবেই ঠোঁট খুলতে পারছিলেন না ওই ব্যক্তি। ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ৬.৭ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। প্রচুর লোক কমেন্ট করেছেন সেখানে। একজন ব্যবহারকারী করে লিখেছেন, খুবই দুঃখজনক ঘটনা। অন্য একজন ব্যবহারকারী জানিয়েছেন, কোনও মানুষের ঠোঁট বন্ধ রাখার এ এক অনন্য উপায়। কেউ আবার এমনও বলেছেন, এটা মজা করে করা হলেও। এটা শরীরের জন্য ভয়ঙ্কর। কারও আবার মতে, কারও ওপর রাগ থাকলে এইভাবে বদলা নেওয়া যেতে পারে। কেউ কেউ বলেছেন, শাশুড়ির ওপর এই জিনিস কেউ চাইলে প্রয়োগ করে দেখতে পারেন।
