আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনটা বিশেষভাবে কাটাতে সকলেই চান। সাধারণত যেভাবে আর পাঁচটা দিন কাটে, তা থেকে ভিন্নভাবে উদযাপন করতে ইচ্ছে হয় অনেকেরই। কেউ পছন্দের মানুষের সঙ্গে সময় কাটান, কেউ বা দীর্ঘদিনের ইচ্ছে পূরণ করেন। কিন্তু ঘরভর্তি অজগরের মাঝে জন্মদিন উদযাপনের কথা আগে কখনও শুনেছেন কি? এমনই উদযাপন দেখে রীতিমতো থ হয়ে গেছেন পার্টিতে আমন্ত্রিতরা। 

 

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায়। দ্য ব়্যাপটাইল জু-এর ফাউন্ডার জে ব্রিউয়ারের জন্মদিন উপলক্ষে 'স্নেক পার্টি'র আয়োজন করা হয়েছিল। ঘর ভর্তি বিশালাকার অজগর। কতগুলি ছিল, তা গুনে শেষ করা যাবে না। পার্টিতে এসেই অজগর দেখে চমকে যান আমন্ত্রিতরা। যদিও যাঁরা বার্থ ডে বয়ের ঘনিষ্ঠ, তাঁরা ওই আবহে দ্রুত মিশে গিয়েছিলেন। সাপের মাঝে চলাফেরা করতেও বিশেষ অসুবিধা হয়নি বলেও জানিয়েছেন তাঁরা। 

 

জে'র বন্ধুরা জানিয়েছেন, সাপের প্রতি, বিশেষত পাইথনের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ রয়েছে। চিড়িয়াখানাতেও সাপের দেখভালে বাড়তি নজর দেন। সেই ভালোবাসা থেকে জন্মদিনেও যে স্নেক পার্টির আয়োজন করবেন, তা কল্পনাতীত। অনেকেই সাধুবাদ জানালেও, কেউ কেউ খানিকটা আতঙ্ক নিয়েই জন্মদিনের পার্টিতে ছিলেন। 

 

অন্যদিকে স্নেক পার্টির ছবি, ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন জে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ সেগুলো দেখেছেন। ভিডিওতে দেখা গেছে, ঘরভর্তি সাপের মাঝেই শুয়ে, বসে ছবি তুলছেন জে। বিন্দুমাত্র ভয়ডর নেই তাঁর। ভাইরাল ভিডিও দেখে নেটিজেনরা মন্তব্য করেছেন, 'আপনার স্বপ্ন হলেও, আমাদের ক্ষেত্রে দুঃস্বপ্ন'!