আজকাল ওয়েবডেস্ক: সাপ জিনিসটা সরীসৃপদের মধ্যে অন্যতম। বিভিন্ন প্রজাতির সাপ দেখতে পাওয়া যায় পৃথিবীতে যার মধ্যে রয়েছে একাধিক বিষধর সাপও। তারই মধ্যে অন্যতম কোবরা। যা একইসঙ্গে ভয় এবং শ্রদ্ধার প্রতীক, প্রকৃতির অন্যতম চমকপ্রদ সৃষ্টি। এই সাপদের নিয়ে ভিডিও প্রায়শই ভাইরাল হয়ে থাকে। তবে এবার সামনে এল এক গা ছমছমে ভিডিও। সেখানে দেখা গেছে, এক ব্যক্তি খালি হাতে একটি শিশু কোবরাকে আদর করছেন। এই ইন্টারনেটে ঝড় তুলেছে এবং অসংখ্য প্রতিক্রিয়া কুড়িয়েছে। এমনকি ‘ওয়ার্ল্ড অফ স্নেকস’ শেয়ার করেছে ভিডিওটি।

 

 

সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি খালি হাতে ছোট্ট একটি কোবরাকে আদর করছেন। ছোট্ট সাপটি স্পষ্টতই সজাগ এবং সতর্কভাবে নড়াচড়া করছে। কিন্তু মানুষটি অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাকে সামলাচ্ছেন। কোবরাটি আকারে ছোট হলেও তার আচরণ সাপটির বিপজ্জনক প্রকৃতির কথা মনে করিয়ে দেয়। ভিডিওটি আপলোডের কয়েক দিনের মধ্যেই ১৪লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। 

 

 

কেউ কেউ ওই ব্যক্তির সাহসিকতার প্রশংসা করেছেন। আবার কেউ ওই ব্যক্তির সমালোচনা করে সাপটির ওপর মানসিক চাপ তৈরির আশঙ্কা প্রকাশ করেছেন। এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘অবিশ্বাস্য! মানুষ এবং সাপের মধ্যে এমন বিশ্বাসের মুহূর্ত খুবই বিরল’। আর এক ব্যক্তির মন্তব্য, ‘ভিডিওটা সত্যিই সুন্দর, তবে আমি কখনও চেষ্টা করতে চাই না’। অনেকে এই দুঃসাহসিক কাজকে বিপজ্জনক বলেও মন্তব্য করেছেন। একজন কমেন্ট করেছেন, ‘ছোট কোবরাটিকে নিরীহ দেখালেও সে কিন্তু বিপজ্জনক, সাবধানে’।