আজকাল ওয়েবডেস্ক: বিজনেস ট্রিপের নামে প্রেমিকার সঙ্গে ঘুরতে গিয়েই বিপত্তি। গর্ভবতী স্ত্রীকে মিথ্যে বললেও, তা আর লুকোনো থাকল না। গর্ভবতী স্ত্রীর এক বান্ধবীই ওই ব্যক্তির কেচ্ছা ফাঁস করল সোশ্যাল মিডিয়ায়। কীভাবে বন্যায় উদ্ধারকাজের সময় আসল সত্যি জানতে পারলেন, তাও ফাঁস করেছেন সমাজমাধ্যমে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মালয়েশিয়ার বাসিন্দা।‌ গর্ভবতী স্ত্রীকে জানিয়েছিলেন, সহকর্মীদের সঙ্গে বিজনেস ট্রিপে যাচ্ছেন তিনি‌। কাজে ব্যস্ত থাকবেন। সেই ব্যক্তিকেই প্রেমিকার সঙ্গে দেখা গেল থাইল্যান্ডে। থাইল্যান্ডের হাট ইয়াইয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আটকে পড়েছিলেন ওই ব্যক্তি। উদ্ধারকাজ চলার সময়েই প্রেমিকার সঙ্গে দেখা গেছে তাঁকে। 

জানা গেছে, গর্ভবতী তরুণীর এক বান্ধবী সেই উদ্ধারকাজে সাহায্য করছিলেন। তিনিই বান্ধবীর স্বামীর কেচ্ছা ফাঁস করেন। ওই ব্যক্তি স্ত্রীকে জানিয়েছিলেন, হাট ইয়াইয়ে অফিসের কাজে সহকর্মীদের যাচ্ছেন। চতুর্থবার গর্ভবতী ছিলেন ওই তরুণী। টানা কয়েকদিন স্বামীর খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন। এরপর ওই বান্ধবীর কাছে সাহায্যের আবেদন করেন। 

গত ২৪ নভেম্বর ঘটনাটি ঘটে। হাট ইয়ায়ের যে হোটেলে ওই ব্যক্তি ছিলেন, সেখানেই আত্মীয়ের জানিয়ে খোঁজ শুরু করেন তরুণীর বান্ধবী। উদ্ধার করতে গিয়ে দেখেন, ওই হোটেলে গত চারদিন প্রেমিকার সঙ্গে ছিলেন। প্রেমিকার সঙ্গে ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। তরুণী অন্তঃসত্ত্বা বলেই, স্বামীর কেচ্ছা আর জানাননি তিনি। 

প্রসঙ্গত, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা হয়েছে। হাট ইয়াই-সহ ১২টি প্রদেশে ১৮৫ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন। প্রায় ৩০ লাখ মানুষ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহরের তালিকায় রয়েছে হাট ইয়ায়। 

গত মে মাসে আরও এক যুবকের কেচ্ছা ফাঁস হয়েছিল। চ্যাটজিপিটে স্বামী ও তাঁর কফি কাপের ছবি আপলোড করে, নিজেদের সম্পর্কের মান কেমন জানতে চেয়েছিলেন স্ত্রী। উত্তর যা পেলেন, তাতেই চক্ষু চড়কগাছ। দিন কয়েকের মধ্যেই ডিভোর্স ফাইল করলেন তিনি। এমনকী স্বামীর হাতে ধরিয়ে দিলেন ডিভোর্সের পেপার। স্ত্রীর এহেন কাণ্ডে রীতিমতো হতবাক এক ব্যক্তি। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গ্রিসে। জানা গেছে, ১২ বছর সংসার করার পরেও স্বামীর প্রতি সন্দেহ যেন দিনের পর দিন বাড়ছিল স্ত্রীর। স্বামী তাঁর সঙ্গে প্রতারণা করছেন কি না, তাঁদের সম্পর্কে প্রেম অটুট কি না জানার জন্য চ্যাটজিপিটিতে দু'জনের কফি কাপের ছবি আপলোড করেন। ভবিষ্যদ্বাণীর শতাব্দী প্রাচীন এক রীতি রয়েছে, যেখানে কফি বা চা পাতা দেখে ভাগ্য বলে দেওয়া যায়। সেই রীতিতে সম্পর্কের মান জানতে চেয়েছিলেন স্ত্রী। 

চ্যাটজিপিটির উত্তরে জানতে পারেন, তাঁর স্বামী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। খুব শীঘ্রই তাঁদের সংসার ভাঙতে চলেছে। বয়সে ছোট এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর স্বামীর। তরুণীর নামের প্রথম অক্ষর 'ই'। পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্য তিনি। এই তরুণীই তাঁর স্বামীর পরবর্তী সঙ্গী হতে চলেছেন। 

এমন উত্তর পাওয়ার তিনদিন পরেই স্বামীকে ডিভোর্সের পেপার দেন স্ত্রী। সাফ জানিয়ে দেন, তিনি আর সংসারে থাকবেন না। এমনকী সন্তানদের জানিয়ে দেন ডিভোর্সের কথাও। ওই ব্যক্তি জানান, কয়েক বছর আগে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন স্ত্রী। তাঁর কথা শুনেও অশান্তি করেন। কিন্তু তারপর ভুল ভাঙে। এবার কোনও আলোচনা না করেই ডিভোর্সের পথে হাঁটলেন। তিনি আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।