আজকাল ওয়েবডেস্ক: দেশের সংসদ। সেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা চলছিল। আর কী কী বদল আনা হবে তাতে, দেশের মানুষের জন্য কোন কোন বদল আনলে সুরাহা হবে সাধারণের। কিন্তু সংসদে কী আলোচনা হল সেসব ছাপিয়ে উঠে এল অন্য বিষয়ে। গোটা দেশজুড়ে আলোচনা তা নিয়েই।
ঘটনাস্থল কলোম্বিয়ার সংসদ। দেশের স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে আলোচনার মাঝেই দেখা গেল, সে দেশের এক মহিলা আইনপ্রণেতার অদ্ভুত কাণ্ড। সমাজমাধ্যমে অই মুহূর্ত ভাইরাল। তাতে দেখা গিয়েছে, ওই আইনপ্রণেতা স্বাস্থ্যসেবা সংস্কার নিয়ে আলোচনার মাঝেই সংসদে বসে ধূমপান করছেন। তিনি ঘূণাক্ষরেও বুঝতে পারেননি, সংসদ টিভির ক্যামেরায় ধরা পড়ছে সেই মুহূর্ত, তাতে দেখানো হচ্ছে তাঁকে। বুঝতে পেরেই হকচকিয়ে যান এবং সঙ্গে সঙ্গেই সরিয়ে নেন সেটি। তাঁর হকচকিয়ে যাওয়ার মুহূর্তও ধরা পড়েছে।
স্বাভাবিক ভাবেই এই মুহূর্ত সম্প্রচারিত হওয়ার পরেই জোর চর্চা দেশজুড়ে। মঙ্গলবারের অধিবেশনে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনার মাঝেই বোগোটা শহরের প্রতিনিধিত্বকারী গ্রিণ অ্যালায়েন্স পার্টির সদস্য ক্যাথি জুভিনাও ক্যামেরায় সরাসরি সম্প্রচারিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়েছেন, তেমনটাই জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে। স্বাস্থ্যনীতিতে কী কী পরিবর্তন প্রয়োজন সেই প্রসঙ্গে তাঁর বক্তব্যের আগেই মূলত তাঁর হাতে ভ্যাপ কলম দেখা গিয়েছিল। তাঁর দল তাঁকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলে। তিনি চানও। তুমুল সমালোচনার মাঝে ক্ষমা চেয়ে বলেন, এই ধরনের ঘটনার আর দ্বিতীয়বার ঘটবে না। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, সংসদীয় কক্ষ সহ কলম্বিয়ার সরকারি ভবনগুলিতে ধূমপান এবং ভ্যাপিং নিষিদ্ধ।
