আজকাল ওয়েবডেস্ক: রবিবার ছিল সিন্ধি সংস্কৃতি দিবস। করাচিতে সেদিনই পৃথক সিন্ধুদেশের দাবিতে আন্দোলনকারীরা রাস্তায় নেমেছিলেন। তাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাথর ছোঁড়া, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়, যা ক্রমশ হিংসার রূপ নেয়।

করাচিতে ওই আন্দোলনের সময়েই জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ (জেএসএসএম) ব্যানারে সিন্ধিদের একটি বিশাল দল 'আজাদি' (স্বাধীনতা) এবং 'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগান দেয় বলে অভিযোগ। আন্দোলনকারীরা 'সিন্ধু'র মুক্তির ডাক দেয়। জেএসএসএম-এর কর্মসূচি সিন্ধি জাতীয়তাবাদী দলগুলির দীর্ঘস্থায়ী অনুভূতিকে আরও চাগিয়ে তোলে। 

মহাভারত অনুসারে, সিন্ধুদেশ ছিল আধুনিক সিন্ধুর প্রাচীন নাম। পাকিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি প্রদেশ সিন্ধু, যা তৃতীয় বৃহত্তম পাকিস্তানি প্রদেশ।

রবিবার, পৃথক সিন্ধু রাষ্ট্রের সমর্থকদের সমাবেশের পর করাচিতে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। গোটা দেশজুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে সরকার। জনতার একাংশ নিরাপত্তা কর্মীদের দিকে পাথর ছুঁড়তে শুরু করলে এবং ভাঙচুরে লিপ্ত হলে পরিস্থিতির অবনতি ঘটে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, হিংসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।