আজকাল ওয়েবডেস্ক: আবারও জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার ঘিরে বিতর্ক তুঙ্গে। জনপ্রিয় জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার বিশ্বজুড়েই অনেকে ব্যবহার করেন। এই বেবি পাউডার ঘিরে কয়েক বছর আগে বিতর্ক দানা বেঁধেছিল। এবার ক্যানসার সৃষ্টিকারী বেবি পাউডারের জন্য সংস্থাকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিল আদালত।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের এক বাসিন্দা প্লেনটিফ ইভান প্লটকিন জানিয়েছেন, ২০২১ সালে তাঁর মেসোথেলিওমা ধরা পড়ে। এরপরই তিনি দাবি করেন, জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার ব্যবহার করেই তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরেই এই বেবি পাউডার শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে ঢুকেছে। তা থেকেই বিরল ক্যানসারে তিনি আক্রান্ত হয়েছেন। ২০২১ সালেই কোম্পানির বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন।
কানেকটিকাট সুপিরিয়র কোর্টের বিচারক নির্দেশ দিয়েছেন, প্লেনটিফ ইভান প্লটকিনকে ১৫ মিলিয়ন ডলার জরিমানা দিতে হবে জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে। প্রসঙ্গত, এই কোম্পানির বিরুদ্ধে আরও হাজার হাজার মামলা দায়ের হয়েছে। এখনও পর্যন্ত ৬২ হাজার মামলা দায়ের হয়েছে সংস্থার বেবি পাউডারের কারণে। মামলাকারীদের অভিযোগ, এই বেবি পাউডার থেকে ওভারিয়ান ও গাইনোলজিক্যাল ক্যানসারে আক্রান্ত হচ্ছেন অনেকে। যা ঘিরে মোট ৯ বিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে। মামলার জেরে ২০২০ সালেই মার্কিন যুক্তরাষ্ট্রে বেবি পাউডার বিক্রি বন্ধ করে জনসন অ্যান্ড জনসন কোম্পানি।
