আজকাল ওয়েবডেস্ক: ভারত সফর বাতিল করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি বছরের শেষেই এ দেশে আসার কথা ছিল তাঁর। ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে বোমা বিস্ফোরণের জেরেই নেতানিয়াহু সফর বাতিল করেছেন বলে জানা গিয়েছে। একটি সূত্রকে উদ্ধৃত করে i24NEWS-এর প্রতিবেদনে লেখা হয়েছে, "ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষবার ২০১৮ সালে ভারতে এসেছিলেন। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের জন্য তাঁর ফের এ দেশে আসার কথা ছিল। কিন্তি দিল্লি বিস্পোরণের পর নিরাপত্তা বিষয়টিকে বিবেচনা করে সেই সফর বাতিলপ করা হয়েছে। আগামী বছর নেতানিয়াহু ফের বারতে আসতে পারেন।"

চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার ভারত সফর বাতিল করলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর আগে, নেতানিয়াহু ৯ সেপ্টেম্বর ভারত সফর বাতিল করেছিলেন। কারণ তিনি ১৭ সেপ্টেম্বর ইজরায়েলে ভোটগ্রহণের কারণে সময়সূচী সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেছিলেন। তার আগে এপ্রিলের নির্বাচনের আগেও তিনি তা করেছিলেন।

নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে ইজরায়েলে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। এই সফরকে তাঁর বিশ্বব্যাপী তাঁর গ্রহণযোগ্যতা তুলে ধরার প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হয়েছিল। জুলাই মাসে, নেতানিয়াহুর রাজনৈতিক দল প্রধানমন্ত্রী মোদি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ছবি সম্বলিত ব্যানার লাগিয়ে তাকে "ভিন্ন জাতের নেতা" হিসাবে তুলে ধরেছিল।

বিশ্বের নেতৃত্বদানকারী নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তুলে ধরা এবং ইজরায়েলি রাজনীতিতে তাঁকে 'অতুলনীয় মর্যাদা' সম্পন্ন নেতা প্রতিষ্ঠার লক্ষ্যেই ছিল এই প্রয়াস। 

নেতানিয়াহু ২০১৮ সালের জানুয়ারিতে শেষবার ভারত সফরে এসেছিলেন, প্রধানমন্ত্রী মোদি ২০১৭ সালে তেল আবিবে গিয়েছিলেন। মোদিই ইহুদি রাষ্ট্রে সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। এই দুই নেতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রায়শই ভারতীয় এবং ইজরায়েলি সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে।