আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে শুক্রবার তিন পণবন্দিকে ‘ভুলে’ হত্যা করেছে ইজরায়েলি সেনারা। এনিয়ে ব্যাপক সমালোচনা ও বিক্ষোভের পর এবার নতুন করে হামাসের সঙ্গে চুক্তি করতে চায় ইজরাইল। প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক পণবন্দিদের উদ্ধারে নতুন করে আলোচনা শুরু করতে বিক্ষোভকারীরা চাপ প্রয়োগ করলে এই সিদ্ধান্ত নেয় ইজরায়েলি কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানিয়েছে, তারা হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করেছেন। জানা গিয়েছে, ইজরায়েলি গোয়েন্দা সংস্থার প্রধান ডেভিড বার্নেয়া নতুন চুক্তি করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। নতুন চুক্তি করতে বৈঠক শুরু হয়েছে। নতুন চুক্তির প্রক্রিয়াটি দীর্ঘ, কঠিন ও জটিল হবে। মোসাদ প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান বিল বার্নস ও মিশরের গোয়েন্দামন্ত্রী জেনারেল আব্বাস কামেলকেও জানানো হয়েছে।
