আজকাল ওয়েবডেস্ক: এই বছর বিশ্বজুড়ে প্রায় অর্ধেক সাংবাদিকের মৃত্যুর জন্য ইজরায়েল দায়ী। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, গত ১২ মাসে নিহত ৪৩ শতাংশ সাংবাদিক গাজায় ইজরায়েলি সশস্ত্র বাহিনীর হাতে নিহত হয়েছেন। রিপোর্টে আরও বলা হয়েছে, ইউক্রেনেও সাংবাদিকদের নিশানা করা হয়েছে, যেখানে রাশিয়ান সেনাবাহিনী বিদেশী এবং ইউক্রেনীয় সাংবাদিকদের নিশানা করে চলেছে। সুদান সংবাদমাধ্যমের পেশাদারদের জন্য একটি মারাত্মক যুদ্ধক্ষেত্র হিসাবে আবির্ভূত হয়েছে। গত ১২ মাসে বিশ্বজুড়ে তাদের কাজের জন্য মোট ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আরএসএফের রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে, ইজরায়েলি সেনাবাহিনী প্রায় ২২০ জন সাংবাদিককে হত্যা করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, এই ২২০ জনের মধ্যে কমপক্ষে ৬৫ জনকে হয় তাদের কাজের কারণে অথবা কাজ করার সময় হত্যা করা হয়েছে।
বিশ্বজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে মারাত্মক অপরাধের কথা তুলে ধরে আরএসএফ বলেছে, “সাংবাদিকরা কেবল মারা যান না- তাঁদের হত্যা করা হয়। সামরিক এবং আধাসামরিক গোষ্ঠীগুলির অপরাধমূলক কার্যকলাপ কারণে খুন হওয়া সাংবাদিকের সংখ্যা আবারও বেড়েছে। গত এক বছরে নিহত ৬৭ জন মিডিয়া পেশাদারের মধ্যে কমপক্ষে ৫৩ জন যুদ্ধ বা অপরাধমূলক নেটওয়ার্কের শিকার।”
রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী আটক ৫০৩ জন সাংবাদিকের মধ্যে ২০ জনকে ১ ডিসেম্বর, ২০২৫ তারিখের মধ্যে ইজরায়েলে কারাবন্দি করা হয়েছে। সাংবাদিকদের জন্য বিশ্বের বৃহত্তম কারাগার হয়ে উঠেছে চিন। সে দেশে ১২১ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, তারপরে রাশিয়া (৪৮) এবং মিয়ানমার (৪৭) রয়েছে। আরএসএফ জানিয়েছে, যে বেশিরভাগ বিদেশী সাংবাদিককে রাশিয়া (২৬) আটক করেছে। মস্কোর পরে, ইজরায়েল দ্বিতীয় দেশ যেখানে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, “২০২৫ সালের ১ ডিসেম্বর পর্যন্ত, ২০ জন প্যালেস্তিনীয় সাংবাদিক ইজরায়েলি কারাগারে বন্দি। যাদের মধ্যে ১৬ জনকে গত দুই বছরে গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক থেকে গ্রেপ্তার করা হয়েছে।”
২০২৫ সালে মেক্সিকোতে সাংবাদিক হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর জন্য সংগঠিত অপরাধ গোষ্ঠীগুলি দায়ী। দেশটি সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হয়ে উঠেছে। এই বছর দেশটিতে ন’জন সাংবাদিক নিহত হয়েছেন, এবং ২৮ জন নিখোঁজ।
সিরিয়ায় নিখোঁজ সাংবাদিকের সংখ্যা সবচেয়ে বেশি। আরএসএফের মতে, “সিরিয়ায় বর্তমানে ৩৭ জন সাংবাদিক নিখোঁজ রয়েছেন। অনেকেই আইএসআইএস-এর হাতে বন্দি ছিলেন অথবা বাশার আল-আসাদের দ্বারা বন্দি ছিলেন। কিন্তু এই দু’টি সরকারের পতনের পরেও এই সাংবাদিকদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
রিপোর্টে আরও বলা হয়েছে যে, বর্তমানে বিশ্বব্যাপী ২০ জন সাংবাদিককে বন্দি করে রাখা হয়েছে। যার মধ্যে সাত জনকে ইয়েমেনে হুথি বিদ্রোহীরা ধরে নিয়ে গিয়েছে।
