আজকাল ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হল ইজরায়েলি সেনাবাহিনী। সোমবার হামাস যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই হয়েছে গাজায় অনুপ্রবেশকারী ইজরায়েলি বাহিনীর। অন্যদিকে রাশিয়ার মুসলিম প্রধান দাগেস্তান অঞ্চলের একটি বিমানবন্দরে ইজরায়েল থেকে আসা একটি বিমান অবতরণের পর কয়েকশো উত্তেজিত জনতা সেখানে হামলা চালিয়েছে। এদিকে ইজরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েলি ট্যাঙ্কগুলো গাজার সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল–দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইজরায়েলি সেনাদের তীব্র লড়াই হয়। প্রসঙ্গত, রবিবার প্যালেস্টাইনি ভূখণ্ডে ৬০০ স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী। বহু মানুষ হামলায় মারা গেছেন। আহতও অনেক। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ১১৯ জন মৃত এবং ১,৯৬০ জন আহত হয়েছেন। গাজায় ১২৪ জন চিকিৎসা কর্মী মারা গেছেন। ২৫টি অ্যাম্বুল্যান্স অকেজো হয়ে পড়েছে। ৩২টি মেডিকেল সেন্টার বন্ধ হয়ে গেছে।
