আজকাল ওয়েবডেস্ক: শনিবার গভীর রাতে আবারও একে অপরের দিকে মিসাইল হামলা করল ইরান ও ইজরায়েল। গতকাল রাতের হামলায় ইরানের একাধিক জ্বালানি ভাণ্ডারে আগুন ধরে গিয়েছে। এর আগে ইরানের সামরিক ঘাঁটিতে হামলা করেছিল ইজরায়েল। কয়েক ঘণ্টা বিরতির পর আবারও পাল্টা হামলা চালাল তারা। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তেহরানের শাহারান প্লান্ট ও আরও একটি জ্বালানি ভাণ্ডারে দাউদাউ করে আগুন ধরে গিয়েছে। অন্যদিকে গতকাল রাতে জেরুজালেম, তেল আবিবে ঘনঘন বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। পরে ইরান জানায়, গভীর রাতে তারাও ইজরায়েলে মিসাইল হামলা করেছে। ইজরায়েলের তরফে জানানো হয়েছে, ইরান জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালাচ্ছে। 

 

ইজরায়েলি ডিফেন্স ফোর্স ইরানের হামলার খবরটি নিশ্চিত করার পরে তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে তারা জানায়, তেহরানে তারা পাল্টা হামলা করেছে। ইরানের সামরিক বাহিনীর মূল ঘাঁটি সহ একাধিক জায়গায় মিসাইল হামলা করা হয়েছে। 

 

ইজরায়েলের তরফে জানানো হয়েছে, গতকাল রাতে ইরানের প্রথম হামলায় তিনজনের মৃত্যু ও ১৭০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে দু'দিন আগে ইরানের তরফে ঘোষণা করা হয়েছিল, ইজরায়েলের হামলায় ৭৮ জনের মৃত্যু হয়েছে ও ৩২০ জন আহত হয়েছেন। গতকালের ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও জানা যায়নি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই অপারেশন 'রাইসিং লায়ন'-এর ঘোষণা করেছেন। এই অপারেশন একটানা চালিয়ে ইরানকে ছারখারের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।