আজকাল ওয়েবডেস্ক: স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে ২০১৮ সালে। একমাত্র পুত্রের কাস্টডি পেয়েছেন স্বামী। কেবল মাঝে মাঝে দেখা করার সুযোগ পান মা। পেয়েছিলেন। ছেলেকে নিয়ে ডিজনিল্যনাডে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঘটনা সম্পূর্ণ অন্য মোড় নিল, যখন মা নিজেই ৯১১-তে ফোন করে জানালেন, খুন করে ফেলেছেন একমাত্র ছেলেকে।

সরিতা রামারাজু। ভারতীয় বংশোদ্ভূত মহিলা নিজেই স্বীকার করেছেন ছেলে খুনের কথা। ঠিক কী ঘটেছিল? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সরিতে ছেলের গলা কেটে খুন করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান, ছেলের খুনের কয়েকঘণ্টা পর পুলিশে খবর দিয়েছিলেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছুরিও। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির জেলা অ্যাটর্নি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, দোষী সাব্যস্ত হলে, অন্তত ২৬ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর।

২০১৮ সালে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সরিতা ক্যালিফোর্নিয়ায় চলে যান। সম্প্রতি ছেলের সঙ্গে দেখা করার অনুমতির সময়, ছেলেকে ডিজনি ল্যান্ডে ঘুরতে নিয়ে যাবেন ঠিক করেন। তিনদিনের পাসও কিনেছিলেন। সান্তা আনার একটি মোটেলে ছেলেকে নিয়ে উঠেছিলেন তিনি। ১৯ মার্চ, রামারাজুর মোটেল থেকে ফিরে ছেলেকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল, সেদিন তিনি সকাল ৯টা ১২নাগাদ ৯১১ নম্বরে ফোন করে জানান, যে তিনি তার ছেলেকে খুন করেছেন, নিজে আত্মহত্যার চেষ্টা করছেন বলেও জানান। 

উল্লেখ্য, রামারাজু আগই তাঁর স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। অভিযোগ ছিল, স্বামী মাদকাসক্ত। ছেলের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা না করেই বারবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন।