আজকাল ওয়েবডেস্ক: লাখ টাকা ব্যয় করতেই কোটি কোটি টাকা ঢুকল ব্যাঙ্কে। স্ত্রীর জন্য গয়না কিনতেই ঘুরল ভাগ্যের চাকা। স্ত্রীর জন্য তিন লক্ষ টাকার সোনার হার কিনেছিলেন ভারতীয় বংশোদ্ভূত বালাসুব্রমণ্যহ্ম চিদাম্বরম। এরপরই আট কোটি টাকা জিতেছেন তিনি। যা হাতে পেয়েই চক্ষু চড়কগাছ স্বামী-স্ত্রীর। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে। মুস্তাফা জুয়েলারী নামের একটি দোকান থেকে স্ত্রীর জন্য সোনার হার কিনেছিলেন বালাসুব্রমণ্যহ্ম। হারটির মূল্য ছিল ৩ লক্ষ ৭৯ হাজার টাকা। ওই দোকানের তরফে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সম্প্রতি। যাঁরা ওই দোকান থেকে নূন্যতম ১৫ হাজার টাকার গয়না কিনেছেন, তাঁরাই ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বালাসুব্রমণ্যহ্ম। প্রতিযোগিতায় শেষপর্যন্ত তিনিই জয়ী হন। 

তিন লক্ষ টাকার সোনার হার কিনতে লটারিতে আট কোটি টাকা জিতেছেন বালাসুব্রমণ্যহ্ম। ভারতীয় হাই কমিশনে গিয়েও জানিয়েছেন তিনি। সিঙ্গাপুরে একটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। আট কোটি টাকা জেতার পর কোম্পানিতেও খানিকটা দান করবেন বলে জানিয়েছেন তিনি। 

শুধুমাত্র বালাসুব্রমণ্যহ্ম নন, মুস্তাফা জুয়েলারী আয়োজিত প্রতিযোগিতায় যাঁরাই অংশ নিয়েছেন, তাঁরাও জিতেছেন লক্ষাধিক টাকা।