নতুন বছর শুরু হওয়ার আগেই দুঃসংবাদ টলিউডে। এক মুহূর্তে কর্মহীন হলেন একাধিক শিল্পী ও কলাকুশলীরা। সম্প্রতি শেষ হয়েছে জি বাংলার সোনার চ্যানেলের নতুন ধারাবাহিক ‘এস আই টি’। কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে আরও একটি ধারাবাহিক ‘শ্রীমান ভগবান দাস’। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে এবার বন্ধ হতে চলেছে জি বাংলা সোনার চ্যানেলটিই। অর্থাৎ এই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিক এবং রিয়্যালিটি শো বন্ধ হবে কিছুদিনের মধ্যেই। বছর শেষে এমন দুঃসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন বহু তারকা এবং কলাকুশলীরা।

নতুন চ্যানেল শুরু হওয়া মানে একাধিক শিল্পী ও কলাকুশলীদের কর্মসংস্থান হওয়া। এখানে মাত্র কয়েক মাসের মধ্যেই একটা গোটা চ্যানেল বন্ধ হয়ে যাওয়া মানে প্রায় কয়েক হাজার মানুষের নিমেষে কর্মহীন হয়ে যাওয়া। শোনা যাচ্ছে, একদিনের মধ্যেই নোটিশ দেওয়া হয়েছে ধারাবাহিক বন্ধ করার। এবং চ্যানেলটি বন্ধ হওয়ার খবরও গিয়েছে প্রত্যেকের কাছে। তবে চ্যানেল কর্তৃপক্ষ থেকে এই খবর নিশ্চিতভাবে এখনও জানানো হয়নি। বেশ কয়েক বছর আগেও ধারাবাহিক চলত বহুদিন ধরে। তবে সম্প্রতি সেই ছবিটা বদলেছে। মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। মুহূর্তের মধ্যে অনিশ্চিত হয়ে যাচ্ছে শিল্পী ও কলাকুশলীদের জীবন। কারণ অনেকেই অন্যান্য কাজ ছেড়ে ধারাবাহিকে কাজ করা শুরু করেন। কারণ ধারাবাহিকে কাজ করা মানেই অনেকটা সময় সেখানেই দিতে হয়। তবে কিছুদিনের মধ্যেই গল্প বদলানোর কারণে বহু শিল্পী তেমন ভাবে ডেট পান না। যার ফলে ভয়ঙ্করভাবে তৈরি হচ্ছে আর্থিক অনিশ্চয়তা। ঠিকমতো কাজ না পেয়ে অভিনয় ছাড়া অন্যান্য পথ বেছে নিচ্ছেন বহু মানুষ। তবে বছর শেষে এমন একটি খারাপ খবরে ভেঙে পড়েছেন অনেকেই। মাত্র কয়েক মাসের মধ্যে যে একটি চ্যানেল এবং একাধিক ধারাবাহিক একসঙ্গে বন্ধ হয়ে যেতে পারে, তা ভাবতে পারেননি কেউই।

নতুন বছর শুরুর আগেই আর্থিক অনিশ্চয়তার মুখে বহু শিল্পী ও কলাকুশলী। বর্তমানে টিআরপি তালিকায় সেইভাবে জায়গা করতে না পারলেই হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় ধারাবাহিক, যা চিন্তা বাড়াচ্ছে বহু শিল্পী ও কলা কুশলীদের। জি বাংলা সিনেমা চ্যানেলটি নাম বদলে হয় জি বাংলা সোনার। জি বাংলা সিনেমা আগের মতো থাকলেও তা কি ‘সোনার’ হিসাবে আর থাকবে না? নাকি জি বাংলা সিনেমা চ্যানেলটাই সম্পূর্ণ উঠিয়ে দেওয়া হচ্ছে?  প্রশ্ন অনেক। তবে মেলেনি উত্তর। তবে এরকম একটি ঘটনা যে টলিউডের এর জন্য দুঃসংবাদ, তা আর বলার অপেক্ষা রাখে না।

অনেক বড় করে এক পাঁচতারা হোটেলে লঞ্চ করা হয় জি বাংলা সোনার চ্যানেলটি। জানানো হয়, একাধিক ফিকসন ও নন ফিকশন শোয়ের নাম। তবে সেইসব শো এর মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। শেষ দিনের শুটিংয়ের তারিখও জানিয়ে দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। হঠাৎ করে এমন খবরে হতবাক সকলে। কারণ নতুন চ্যানেল আসার খবরে আশাবাদী ছিলেন অনেকেই। নতুন কাজ শুরু হওয়া মানেই তাতে বহু মানুষের কর্মসংস্থান। পরবর্তী সময়ে চ্যানেল নিয়ে কি সিদ্ধান্ত বদলাতে পারে, এখন সেটাই দেখার।