আজকাল ওয়েবডেস্ক: ইউরোপ সফর করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের নাগপুরের এক ব্যবসায়ী দম্পতি। বৃহস্পতিবার ইতালির গ্রোসেতো এলাকার অরেলিয়া হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম জাভেদ আখতার (৫৫) এবং তাঁর স্ত্রী নাদিরা গুলশন (৪৭)। ইতালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে তারা নিহতদের পরিবারের সঙ্গে ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

জাভেদ আখতার নাগপুরের এক পরিচিত হোটেল ব্যবসায়ী ও উদ্যোক্তা ছিলেন। তিনি ‘গুলশন প্লাজা’ নামের একটি হোটেলের মালিক, যা নাগপুরের সীতাবুলদি ফ্লাইওভারের কাছে অবস্থিত। দুর্ঘটনার সময় তিনি ও তাঁর স্ত্রী তিন সন্তান—দুই মেয়ে আরজু আখতার (২১), শিফা আখতার এবং ছেলে জাজেল আখতারের সঙ্গে ভ্রমণ করছিলেন। তাঁরা ফ্রান্স থেকে তাঁদের ছুটি শুরু করেছিলেন ২২ সেপ্টেম্বর, এবং ইতালিতে পৌঁছনোর পর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, পর্যটকবাহী একটি মাইক্রোবাস ও একটি ভ্যানের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রাস্তার ধারে বিকল হয়ে থাকা একটি ভ্যানকে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা মারে, এবং সেই ধাক্কাতেই পাশে থাকা পর্যটকবাহী মাইক্রোবাসটিও দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই জাভেদ আখতার, তাঁর স্ত্রী নাদিরা এবং মাইক্রোবাসের চালক প্রাণ হারান।

আরও পড়ুন: ভারতীয় সেনার প্রতিষ্ঠাবার্ষিকী খাবার মেনুতে 'পাকিস্তান'! পাক সেনাপ্রধানের 'মুছে দেওয়ার' হুংকারের পরেই পাকিস্তানকে 'চিবিয়ে খেয়ে ফেলার' হুঁশিয়ারি ভারতের

দুর্ঘটনায় দম্পতির বড় মেয়ে আরজু আখতার গুরুতর আহত হন। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে এবং বর্তমানে তিনি সিয়েনার লি স্কট হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। অন্য দুই সন্তান শিফা ও জাজেল যথাক্রমে ফ্লোরেন্স এবং গ্রোসেতোর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনার পর অচেতন জাজেল যখন জ্ঞান ফিরে পান, তখন তিনি স্থানীয় হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চান। স্থানীয় সংবাদপোর্টাল Italien.News জানিয়েছে, দুর্ঘটনার পরে উদ্ধারকারীদের পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। পরে দুই দমকল দলের সহযোগিতায় আহতদের গাড়ি থেকে বের করা হয় এবং তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইতালিতে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করেছে। দূতাবাসের তরফে এক্স-এ জানানো হয়েছে, “গ্রোসেতোর কাছে ঘটে যাওয়া দুর্ঘটনায় নাগপুরের দুই ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আহত পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি। পরিবার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আমরা প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছি।”

এই মর্মান্তিক ঘটনায় নাগপুরসহ সমগ্র মহারাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনেরা বলছেন, জাভেদ আখতার ছিলেন পরিশ্রমী, সদালাপী ও সমাজসেবামূলক মনোভাবের মানুষ, যাঁর অকাল মৃত্যু এক বড় ক্ষতি। তাঁর পরিবারের সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা জানিয়েছেন নাগপুরবাসী।