আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পহেলগাঁও হামলার পর থেকেই ভারতের কাছ থেকে যোগ্য জবাবে আশঙ্কা করছে পাকিস্তান। এরই মাঝে সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার ভোর ২টোয় একটি জরুরি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, 'গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করতে পারে ভারত।'

এক জরুরি সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আতাউল্লাহ জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যে ভারতীয় সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, "আমাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক আক্রমণের পরিকল্পনা করছে। ভারতের যে কোনও পদক্ষেপের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।"

তিনি আরও বলেন, "পাকিস্তান যে কোনও মূল্যে তার ভূখণ্ড রক্ষা করবে। পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে, প্রয়োজনীয় সকল উপায়ে। ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে এর ভয়াবহ ও ধ্বংসাত্মক মূল্যের জন্য তারাই একমাত্র দায়ী থাকবে।"

আতাউল্লাহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের 'পরিকল্পিত আগ্রাসনের' বিষয়টির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ইসলামাবাদ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবুও নয়াদিল্লি পহেলগাঁও হামলায় ইসলামাবাদের জড়িত থাকার কোনও প্রমাণ দেয়নি এখনও পর্যন্ত।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলনটি এমন এক সময়ে অনুষ্ঠিত হল, যখন উভয় পক্ষই তাদের সীমান্তে প্রচুর পরিমাণে সেনা মোতায়েন করছে। রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে প্রতি ঘণ্টায়।

উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে রয়েছে পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারত গুরুত্বপূর্ণ সিন্ধু জল চুক্তি (IWT) স্থগিত রেখেছে।