আজকাল ওয়েবডেস্ক: দুনিয়াজুড়ে কোটি কোটি মানুষের বাস। এদের বেশিরভাগই হয় ইসলাম, নয়তো হিন্দু, খ্রিস্টান বা অন্য কোনও ধর্ম অনুসরণ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার তাদের "দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়নস" গবেষণায় অনুমান করেছে যে, ২০৫০ সালের মধ্যে ইসলাম বিশ্বের সর্বাধিক অনুসারী ধর্ম হয়ে উঠবে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০১০ সালে বিশ্বের মোট জনসংখ্যা ২৩ শতাংশ ছিল মুসলিম। যা ২০৫০ সালে বেড়ে হবে ৩০ শতাংশ।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের "দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়নস" প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা ছিল ১,৫৯,৯৭,০০,০০০। ২০৫০ সালের মধ্যে যা বেড়ে গিয়ে হবে ২,৭৬,১৪,৮০,০০০।
মজার বিষয় হল, বিশ্বের এমন একটি অংশ আছে যেখানে মুসলিম জনসংখ্যা আসলে কমবে বলে ধারণা করা হচ্ছে। ২০১০ সালে, বিশ্বের প্রায় ৬১.৭ শতাংশ মুসলিম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করত। কিন্তু ২০৫০ সালের মধ্যে, এই অংশ মুসলিম জনসংখ্যা কমে গিয়ে হবে প্রায় ৫২.৮ শতাংশ।
পূর্বাভাস অনুসারে, ইউরোপে মুসলিম জনসংখ্যা ২০৫০ সালে ২.৭ শতাংশে স্থির থাকবে বলে আশা করা হচ্ছে। যা ২০১০ সালেও একই ছিল। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত গবেষণায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যার প্রবণতা ঘনিষ্ঠভাবে পরীক্ষা করা হয়েছে। সেখান থেকেই বিশ্বজুড়ে ইসলাম, খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য ধর্মের ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে।
গবেষণায় উল্লেখ, "২০১০ থেকে ২০৫০ সালের মধ্যে বৃহৎ মুসলিম জনসংখ্যার (যেমন ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ) বেশ কয়েকটি এশিয় দেশে বসবাসকারী বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যা কমতে পারে। ২০১০ সালে বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাস করত, যা ২০৫০ সালে ৫৩ শতাংশে নেমে যাবে।"
মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চল প্রধানত মুসলিম অধ্যুষিত। ২০১০ সালের হিসাবে, এই অঞ্চলে প্রতি পাঁচজনের একজন ছিলেন মুসলিম। ২০৫০ সালের মধ্যে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার প্রায় একই অংশ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় (২০ শতাংশ) বাস করবে বলে আশা করা হচ্ছে।
পিউ রিসার্চের সমীক্ষা অনুসারে, ২০৫০ সালের মধ্যে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। হিন্দুধর্মও উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ২০৫০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম ধর্ম হয়ে উঠবে হিন্দু ধর্ম। বিশ্বব্যাপী হিন্দু জনসংখ্যা ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী হিন্দু ধর্মে অনুসারীদের সংখ্যা হবে ১.৪ বিলিয়ন।
২০৫০ সালের মধ্যে, হিন্দুধর্ম বিশ্ব জনসংখ্যার ১৪.৯ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। তবে তালিকার প্রথমে থাকবে খ্রিস্টধর্ম (৩১.৪শতাংশ) এবং ইসলাম (২৯.৭ শতাংশ)।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে যে, ভারত হিন্দুধর্মের বিশ্বব্যাপী কেন্দ্র হয়ে থাকবে। যদিও ইন্দোনেশিয়াকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যাও এখানে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
২০৫০ সালের মধ্যে, ভারতের মুসলিম জনসংখ্যা ৩১ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান। যার ফলে এ দেশের মোট জনসংখ্যার ১৮ শতাংশে পরিণত হতে পারে মুসলিমরা। হিন্দুরা থাকবে সংখ্যাগরিষ্ঠ, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭৭ শতাংশ।
