আজকাল ওয়েবডেস্ক: নতুন ব্যয়ে সঙ্কোচন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৭ জুন ব্রিটেনে ব্যাপক গণমিছিলের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিয়ন, গৃহনীতি, স্বাস্থ্য ও কল্যাণ অধিকারভিত্তিক আন্দোলন। ‘পিপলস অ্যাসেম্বলি’-এর ব্যানারে এই বিক্ষোভে অংশ নেবে শ্রমিক ও অধিকারকর্মীরা। তারা লেবার সরকারের কাছে দাবি তুলেছে—গণপরিসেবা রক্ষা, শ্রমিকের অধিকারকে প্রাধান্য ও প্রতিবন্ধীদের ওপর আঘাত বন্ধ করতে হবে।

সম্প্রতি স্থানীয় নির্বাচনে চরম দক্ষিণপন্থীদের কাছে লেবার পার্টি হেরে যাওয়ার পর এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পিপলস অ্যাসেম্বলি জানায়, “সত্যিকারের কঠিন সিদ্ধান্ত হবে ধনীদের গোপন সম্পত্তিতে কর বসানো, NHS-সহ গণপরিসেবায় বিনিয়োগ বৃদ্ধি ও ন্যায্য মজুরি নিশ্চিত করা।”

লেবার নেতা কেয়ার স্টারমার এই নিয়ে এখনও নীরব। বরং সাম্প্রতিক এক বক্তব্যে তিনি অভিবাসন নিয়ন্ত্রণের কথা বলেন, যাকে 'এনক পাওয়েল-ঘেঁষা' বলে আখ্যা দেন এমপি ডায়ানে অ্যাবট। তার মতে, “শ্রমিকদের সমস্যা তৈরি করেনি অভিবাসীরা, বরং বহু বছরের ব্যয়ে সঙ্কোচন।”

Unite the Union-এর নেতা ওনাই কাসাব বলেন, “স্থানীয় পরিসেবাগুলি এমনভাবে ধ্বংস হয়েছে যে এখন আর রক্ষা নয়, বরং পুনর্গঠন করতে হবে।” আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, এই পথে চললে লেবার সরকারই উগ্র দক্ষিণপন্থার উত্থানকে উৎসাহ দেবে।