আজকাল ওয়েবডেস্ক:‌ আটলান্টিক মহাসাগরে শক্তি বাড়াচ্ছে হারিকেন কীর্ক। ইতিমধ্যেই সেটি ক্যাটাগরি তিন পর্যায়ের তীব্র ঝড়ে পরিণত হয়েছে। আবহবিদদের আশঙ্কা এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে হারিকেনের আকার নেবে। যদিও এখনও অবধি কোনও উপকূলীয় সতর্কবার্তা ঘোষণা করা হয়নি। তবে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।


মিয়ামিতে অবস্থিত মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে, বুধবারই কীর্ক স্টেজ তিন ক্যাটাগরি পর্যায়ের ঝড়ে পরিণত হয়েছে। ঝড়টি অবস্থান করছিল ১,৮৫৫ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে লেসার অ্যান্টিলেসে। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগ ছিল তখন ঝড়টির। ঘণ্টায় ১৯ কিলোমিটার বেগে সেটি উত্তর–পশ্চিম দিকে এগিয়ে আসছে। চলতি সপ্তাহেই এটি উত্তর–উত্তর–পশ্চিম এবং উত্তর দিকে ধীরে ধীরে বাঁক নেবে। এই ঝড়ের জেরে চলতি সপ্তাহে লিওয়ার্ড দ্বীপপুঞ্জ ও বারমুডার কিছু অংশে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সপ্তাহান্তে এটি হারিকেনে পরিণত হবে পারে বলে সাবধানবার্তা দেওয়া হয়েছে।


তবে হারিকেন এখনও স্থলভাগে আছড়ে পড়ার কোনও আশঙ্কার কথা শোনানো হয়নি। উপকূলীয় এলাকায় কোনও সতর্কবার্তাও জারি করা হয়নি। ঝড়টি এখন যে জায়গায় রয়েছে, সেখান থেকে শনিবারের আগে বারমুডায় আছড়ে পড়ার শঙ্কা এখনও নেই। 


হারিকেনের প্রভাব ভারতের উপকূলে পড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়। পরিস্থিতির উপর নজর রেখেছে মায়ামি হারিকেন সেন্টার।