আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর।এই রোগটি খুবই সংক্রামক, এবং সাধারণত ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়, তবে সব বয়সের মানুষই আক্রান্ত হতে পারে—এমনটাই জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।


ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই বছর ৪ বছরের নিচের শিশুদের মধ্যে HFMD-এর ৬টি প্রাদুর্ভাব ঘটেছে। অন্যদিকে, ইউ.এস. ভার্জিন আইল্যান্ডস-এ ১৮৯টি নিশ্চিত কেস পাওয়া গেছে, যার মধ্যে একটি শিশুর মৃত্যুর সম্ভাব্য ঘটনাও অন্তর্ভুক্ত।


প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন মার্চ মাসে একটি সতর্কতা জারি করে জানিয়েছিল যে, বাচ্চাদের মধ্যে HFMD প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শক্তি বাড়ানো উচিত, কারণ এই রোগ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে জটিলতা তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে HFMD-এর A6 প্রকারটি বেশি ছড়াচ্ছে, যা শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্কদের মাঝেও ছড়াচ্ছে, এবং কিছু অস্বাভাবিক উপসর্গ দেখা যাচ্ছে, যেমন: বেশি বিস্তৃত র‍্যাশ, নখ খসে পড়া।

আরও পড়ুন: বিহার স্টাফ সিলেকশনে ১৪০০ চাকরির সুযোগ, সরকারি চাকরি হাতের কাছেই, কারা পাবেন সুযোগ?


ডা. টিনা তান, যুক্তরাষ্ট্রের ইনফেকশিয়াস ডিজিজ সোসাইটি অফ আমেরিকার প্রেসিডেন্ট, জানিয়েছেন, এই রোগটি সাধারণত গ্রীষ্ম ও শরৎকালে বেশি দেখা যায়। HFMD ছড়াতে পারে কাশি, হাঁচি বা নাক দিয়ে। চুমু খাওয়া বা খাওয়ার জিনিস ভাগ করে খাওয়া। ফোস্কার জল বা ডায়াপার পরিবর্তনের মাধ্যমে। দূষিত বস্তু বা পৃষ্ঠ স্পর্শ করলে। 


এর সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে মুখে ফোস্কা ও ঘা। হাত ও পায়ে র‍্যাশ। জ্বর। গলা ব্যথা। সাধারণত ৭–১০ দিনের মধ্যে নিজে নিজেই সেরে যায়। জ্বর ও ব্যথা কমাতে ওভার-দ্য-কাউন্টার ওষুধ নেওয়া যেতে পারে। প্রচুর জল খাওয়া জরুরি যাতে ডিহাইড্রেশন না হয়। চিকিৎসকের কাছে যেতে হবে যদি উপসর্গ খারাপের দিকে যায়। জল খেতে না পারে, প্রস্রাব কমে যায়। মস্তিষ্কসংক্রান্ত পরিবর্তন দেখা যায়। 


সবচেয়ে সাধারণ জটিলতা হল ডিহাইড্রেশন, কারণ মুখের ফোস্কার কারণে অনেকেই জল খেতে পারে না। কখনো কখনো নখ খসে পড়তে পারে, আর খুব কম ক্ষেত্রে ভাইরাল মেনিনজাইটিস, এনসেফালাইটিস বা পক্ষাঘাত হতে পারে। এর থেকে রক্ষা পেতে হলে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে। খেলনা, দরজার হ্যান্ডেলসহ স্পর্শযোগ্য জিনিসপত্র পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে। এই রোগের কোনো টিকা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না। HFMD একটি অত্যন্ত সংক্রামক কিন্তু সাধারণত মৃদু অসুখ। তবে শিশুদের ক্ষেত্রে এটি কষ্টদায়ক হতে পারে এবং সতর্ক না থাকলে জটিলতাও দেখা দিতে পারে। তাই সাবধানতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনে চিকিৎসা গ্রহণই একমাত্র উপায়।