আজকাল ওয়েবডেস্ক: চারিদিকে প্রায় একই ছবি। সোশ্যাল মিডয়ায় ঢুকলেই, প্রায় সকলকেই একই দেখতে। প্রায় একই রকমের ছবি রাতারাতি ছেয়ে গিয়েছে গোটা নেটপাড়া। যেন গিবলি-জ্বরে কাবু সমাজমাধ্যম। তবে তুমুল উত্তেজনার মাঝে এবার ওপেন এআই-র সিইও সাম অল্টমেন যা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, তা দেখে অনেকের প্রশ্ন, গিবলি-ঝড়ে বিধ্বস্ত তাঁর টিম?

শুরুতেই বলা যাক, কী এই গিবলি স্টাইল? আসলে এটি জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও ‘স্টুডিও গিবলি’-র তৈরি করা চলচ্চিত্রগুলোর মতো দেখতে ছবি তৈরি করার একটি পদ্ধতি। স্টুডিও গিবলি তাদের মনোমুগ্ধকর গল্প, সুন্দর অ্যানিমেশন এবং বিশেষভাবে তৈরি করা দৃশ্যাবলী ও চরিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ‘স্পিরিটেড অ্যাওয়ে’ থেকে ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’-এর মতো একাধিক বিখ্যাত ছবি তৈরি করেছে এই স্টুডিও। এখন এআই ব্যবহার করেই তৈরি করা যাচ্ছে একই রকমের স্থিরচিত্র। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’-এর ‘ইমেজ জেনারেটর’ ব্যবহার করে এই ছবি তৈরি করা হচ্ছে। চ্যাটজিপিটি থেকেও তৈরি করা যাচ্ছে নিজের কিংবা নিজের পছন্দের যে কোনও মানুষের, ঘটনার গিবলি-ভার্সন।

যত সুযোগ বাড়ছে, বাড়ছে ব্যবহার। কিন্তু তাতে কী বলছেন  ওপেন এআই-র সিইও? সাম রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে সাফ লিখেছেন, এই এআই জেনারেটেড ছবি তৈরির যে হিড়িক পড়েছে, তা যেন একপ্রকার পাগলামোর স্তরে চলে গিয়েছে। সকলকে একটু ‘চিল’ করতে বলছেন, অর্থাৎ বলছেন, একটু শান্ত হতে। শেষে লিখেছেন কারণ, লিখেছেন তাঁর টিমের একটু ঘুম দরকার। কারণ গিবলি-উন্মাদনা কর্মীদের ঘুম ছুটিয়েছে ক’দিনে। যদিও একই সঙ্গে বলেছেন, এই ধরনের সাড়া এর আগে কোনও ক্ষেত্রেই পাননি তাঁরা। 

 

?ref_src=twsrc%5Etfw">March 30, 2025

 

একজন আবার কিছুটা মজার ছলে বলেছেন, বর্তমান টিমকে বরখাস্ত করে নতুন ছবি জেনারেট করার মতোই সাম নতুন টিম জেনারেট করে নিন বরং।  তার উত্তর দিয়েছেন সাম। জানিয়েছেন এই কর্মীরা দীর্ঘ সময়  ধরে অসাধ্য সাধন করছেন। তাঁরা সেরা।

 

?ref_src=twsrc%5Etfw">March 30, 2025

 

উল্লেখ্য, সামের নিজের সোশ্যাল মিডিয়ার ছবিটিও আবার গিবলি স্টাইলেই বানানো।