আজকাল ওয়েবডেস্ক: চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিলেন দুই সঙ্গী। এরপর তাদের খোঁজ চলে জোরকদমে। অবশেষে তাদের পাওয়া গেল ৬০ মাইল দূরে। তাদের নাম লিলি এবং মার্গোট। তারা দুজনেই নীল ঠোটের ম্যাকাও। দুজনেই চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিলেন ২১ অক্টোবর। ঘটনাটি ঘটেছিল লন্ডন চিড়িয়াখানা থেকে। তবে তাদের জন্য হাল ছেড়ে দেননি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারা চারিদিকে লোক পাঠিয়ে দিয়েছিল।
তাদের সকলের কাজ ছিল একটাই এই দুই বোনকে দ্রুত খুঁজে বের করা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় এরা দুজনেই বিরল ম্যাকাওদের মধ্যে অন্যতম। তাই যেকোনও প্রকারে এদেরকে খুঁজে বের করতে হবে। লন্ডন এমন একটি জনবহুল শহর যে সেখান থেকে এই দুজনকে খুঁজে বের করার থেকে কঠিন কাজ কিছুই ছিল না। তাই চিড়িয়াখানা কর্তৃপক্ষ লন্ডনবাসীর কাছে একটি আবেদন করেছিলেন। সকলের হোয়াটসঅ্যাপে এই দুজনের ছবি পাঠিয়ে দেয় তারা।
সেখানে লেখা ছিল যদি এই দুই বোনকে দেখতে পান দয়া করে ছবি তুলে পাঠিয়ে দেবেন, সঙ্গে লোকেশন পাঠাতে ভুলবেন না। এরপর কেমব্রিজের একটি পরিবার এই দুজনের ছবি এবং লোকেশন পাঠিয়ে লিখে দেয় দুজনেই তাদের বাড়ির পিছনের বাগানে বহাল তবিয়তে রয়েছে। দ্রুত সেখানে যায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে তাদের দেখেই সেখান থেকে পালিয়ে যায় দুই বোন। তবে তাদের দ্রুত ফের লোকেট করে ফেলা হয়।
তবে অবাক কথা খবর হল এখানেই। যেই তাদের কাছে চিড়িয়াখানার পাখি দেখভালের লোকেরা যায় তাদের হাতে সোজা উড়ে এলে বসে দুই বোন। যেন এমনটাই ভাব, অনেক হয়েছে এবার ঘরে ফিরতে হবে। এরপর তাদের খেতে দেওয়া হয়। মনের আনন্দে সেই খাবার খেয়ে আরাম করেই তারা ফিরল চিড়িয়াখানায়। জানা গিয়েছে দুজনেই সুস্থ রয়েছে।
তাদের দুজনকেই তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এর আগেও দুজনে নিজেদের খাঁচা থেকে বেরিয়ে যেত কিন্তু এবার তারা পালিয়ে গিয়েছিল। গোটা বিশ্বে বর্তমানে এই প্রজাতির ৪০০ টি পাখি রয়েছে। তাই এদেরকে নিয়ে চিন্তায় ছিল কর্তৃপক্ষ।
