আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ বিপর্যস্ত গাজাতে এবার তৈরি হয়েছে খাদ্য সঙ্কট। ভয়াবহ এই ছবিতে হতবাক হয়েছে গোটা বিশ্ব। যেভাবে প্রতিদিন ধরে বাড়ছে খাবারের দাম তাতে সেখানে এবার দুর্ভিক্ষের পরিস্থিতি।
সম্প্রতি গাজায় বসবাসকারী মহম্মদ জাওয়াদ নামক একজন প্যালেস্টাইনের নাগরিকের সোশ্যাল মিডিয়া পোস্টে সেখানকার যুদ্ধকালীন অভাবের ভয়াবহ বাস্তবতা ফুঁটে উঠেছে। তাঁর এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নিজের সোশয়াল মিডিয়া পোস্টে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তাঁর ছোট মেয়ে রাফিফ পার্লে-জি বিস্কুটের একটি প্যাকেট ধরে আছেন। মহম্মদ জাওয়াদ জানিয়েছেন যে, তিনি এই পার্লেজি বিস্কুটের প্যাকেটটি কেনার জন্য ২৪ ইউরোরও বেশি খরচ করেছেন। ভারতীয় মুদ্রায় তাকে এই বিস্কুটের প্যাকেটটি কেনার জন্য প্রায় ২৩৪২ টাকা খরচ করতে হয়েছে।
গাজাতে বর্তমানে ১ লিটার রান্নার তেলের দাম ৪১৭৭ টাকা। ১ কিলো চিনির দাম ৪৯১৪ টাকা। ১ কিলো শুকনো দুধের দাম ৮৬০ টাকা। ১ কিলো আটার দাম ১৪৭৪ টাকা। ১ কিলো নুনের দাম ৪৯১ টাকা।
১ কেজি টমেটোর দাম ১১০৬ টাকা। ১ কেজি পেঁয়াজের দাম ৪৪২৩ টাকা। ১ কেজি আলুর দাম ১৯৬৬ টাকা। ১ কেজি বেগুনের দাম ৮৬০ টাকা। ১ কেজি লেবুর দাম ১৪৭৪ টাকা। ১ কাপ কফির দাম ৪৪২৩ টাকা। ১ বাক্স মাংসের দাম ৪৯১৪ টাকা।
বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে উঠে আসা এই ভিডিওতে গাজায় যুদ্ধকালীন সময়ে তৈরি হওয়া অভাবের ভয়ঙ্কর ছবি দেখা গিয়েছে। বর্তমানে প্যালেস্টাইনের এই অংশটি তীব্র খাদ্য সঙ্কটে ভুগছে। এই অঞ্চলের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে, সহজলভ্য পার্লে-জি বিস্কুটও বর্তমানে সেখানে একটি বিরল ও ব্যয়বহুল খাবার।
