আজকাল ওয়েবডেস্ক: দেহের অতিরিক্ত মেদ নিয়ে যারা চিন্তা করছেন তাদের কাছে সুখের খবর। চিকিৎসায় এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করল মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। এফডিএ নোভো নরডিস্কের জনপ্রিয় ওজন কমানোর ওষুধ ওয়েগোভির প্রথম দৈনিক ট্যাবলেট এবার অনুমোদন পেয়েছে। এতদিন পর্যন্ত ওয়েগোভি মূলত ইনজেকশন আকারে ব্যবহার করা হত। নতুন এই ওষুধের ফলে স্থূলতা চিকিৎসায় ইনজেকশনের ওপর নির্ভরতা কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


সেমাগ্লুটাইড একটি জিএলপি-১ শ্রেণির ওষুধ, যা দেহে প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি তৈরি করে। এর ফলে অতিরিক্ত খাবার গ্রহণ কমে এবং ধীরে ধীরে ওজন হ্রাস পায়। যদিও ডায়াবেটিস চিকিৎসার জন্য সেমাগ্লুটাইড পিল আগেই অনুমোদিত ছিল, তবে এবারই প্রথম এটি সরাসরি ওজন কমানোর ওষুধ হিসেবে ট্যাবলেট আকারে অনুমোদন পেল।


নোভো নরডিস্ক জানিয়েছে, এই ট্যাবলেটটি স্থূলতায় আক্রান্ত রোগীদের পাশাপাশি অতিরিক্ত ওজনের এমন রোগীদের জন্যও প্রেসক্রাইব করা যাবে, যাদের অন্তত একটি ওজনজনিত জটিলতা রয়েছে—যেমন হৃদরোগ। নোভো নরডিস্কের প্রেসিডেন্ট ও সিইও মাইক ডাউস্টার এক বিবৃতিতে বলেন, “ওয়েগোভি পিল অনুমোদনের ফলে রোগীরা দিনে একবার খাওয়ার সুবিধাজনক ওষুধ পাবেন, যা ইনজেকশনের মতোই কার্যকরভাবে ওজন কমাতে সাহায্য করবে।”


মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক স্থূলতায় ভুগছেন। এই পরিস্থিতিতে নতুন এই ওষুধকে স্বাগত জানিয়েছে ইউএস ওবেসিটি কেয়ার অ্যাডভোকেসি নেটওয়ার্ক। সংস্থাটি জানিয়েছে, ইনজেকশন নিতে অনিচ্ছুক রোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প এবং তুলনামূলকভাবে খরচ কমাবে। 


নোভো নরডিস্কের দাবি, ওয়েগোভি পিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, ট্যাবলেট আকারে ওষুধ সহজলভ্য হলে স্থূলতা চিকিৎসার বাজার আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসার খরচও কমতে পারে।

">


ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, প্রায় ১৫ মাসে ওয়েগোভি পিল ব্যবহারে অংশগ্রহণকারীদের গড় শরীরের ওজন ১৩.৬ শতাংশ কমেছে, যা ইনজেকশন ওয়েগোভির গড় ১৫ শতাংশ ওজন কমানোর ফলাফলের কাছাকাছি। ফলে স্থূলতা চিকিৎসায় এই নতুন পিলকে একটি বড় অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছে।