আজকাল ওয়েবডেস্ক: ‘ক্যাপাচিনো’তে চুমুক দিতে দিতে নিজের ব্যক্তিগত সম্পর্কের নানা অজানা কথা প্রকাশ্যে আনলেন ইলন মাস্ক। নিখিল কামাথের পডকাস্ট 'পিপল বাই ডব্লিউটিএফ'-এ বক্তব্য রাখতে গিয়ে টেসলা এবং স্পেসএক্সের প্রধান জানিয়েছেন, তাঁর সঙ্গীনি শিভন জিলিস অর্ধেক ভারতীয়। এমনকী তাঁর এক ছেলের মিডল নাম ‘শেখর’।

ভারতীয়-আমেরিকান নোবেল জয়ী পদার্থবিদ সুব্রহ্মণ্যম চন্দ্রশেখরের নাম থেকেই ছেলের নামের সঙ্গে ‘শেখর’ শব্দটি জুড়েছেন মাস্ক। 

পদার্থবিদ সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর নক্ষত্রের গঠন এবং বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভৌত প্রক্রিয়াগুলির তাত্ত্বিক অধ্যয়নের উপর তাঁর অগ্রণী কাজের জন্য ১৯৮৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন।

মাস্কের সঙ্গীনি শিভন জিলিস কীভাবে ভারতের সঙ্গে যুক্ত?
শিভন জিলিস কখনও ভারতে থাকতেন কিনা জানতে চাইলে মাস্ক বলেন, ভারতের বেড়ে ওঠেননি জিলিস। কিন্তু, পূর্বপুরুষদের সূত্রে তাঁর বারতের সঙ্গে সম্পর্ক রয়েছে। ইলন মাস্কের কথায়, "জিলিস কানাডায় বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই তাঁকে দত্তক নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। আমার মনে হয় তাঁর বাবা বিশ্ববিদ্যালয়ের একজন এক্সচেঞ্জ ছাত্র ছিলেন নাকি এরকম কিছু। আমি সঠিকভাবে বিষয়টা জানি না, তবে তাঁকে দত্তক নেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কানাডায় বেড়ে উঠেছে" 

মাস্ক জিলিসের আসল বাবা-মা সম্পর্কে বিস্তারিত জানাননি, জোর দিয়ে বলেন যে তিনি পুরো গল্পটি জানেন না।

শিভন জিলিস কে?
জিলিস দীর্ঘদিন ধরে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার একজন পেশাদার। তিনি ২০১৭ সালে নিউরালিংকে যোগ দিয়েছিলেন এবং বর্তমানে কোম্পানির অপারেশন এবং স্পেশাল প্রজেক্টের হেড।

ইউএসএ টুডে অনুসারে, জিলিস কানাডার অন্টারিওতে বেড়ে ওঠেন এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং দর্শন নিয়ে লেখাপড়া করেন। যেখানে তিনি আইস হকি দলের গোলরক্ষক হিসেবেও খেলেছেন। পরে তিনি IBM এবং Bloomberg-এ অভ্যন্তরীণ উদ্যোগ এবং স্টার্ট-আপ অংশীদারিত্বে কাজ করেন এবং তারপর Bloomberg Beta-তে ভেঞ্চার ক্যাপিটালে যোগ দেন।

২০১৬ সালে জিলিস OpenAI-তে যোগদানের মাধ্যমে সরাসরি কৃত্তিম বুদ্ধিমত্তায় মনোনিবেশ করেন, ২০২৩ সালে পদত্যাগ করার আগে তিনি ওই সংস্থার পরিচালনা পর্ষদের সর্বকনিষ্ঠা সদস্য হন।

কানাডিয়ান এআই-তে স্নাতক সম্মেলনে, জিলিস নিউরালিংককে "আমার জীবনে দেখা সবচেয়ে জটিল কিন্তু আকর্ষণীয় জিনিস" হিসাবে বর্ণনা করেন।

২০২১ সালে মাস্ক এবং জিলিস যমজ সন্তান, স্ট্রাইডার এবং আজুরকে স্বাগত জানান। তাঁদের মেয়ে আর্কেডিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে। জিলিস পরে চতুর্থ সন্তান, সেলডন লাইকারগাসের আগমন নিশ্চিত করেন। মাস্কের আরও বেশ কয়েকটি সন্তান রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রতিভার জন্য মাস্কের প্রশংসা
পডকাস্টে, মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পেশাদারদের ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় বংশোদ্ভূতদের কাছ থেকে প্রচুর সুবিধা পেয়েছে। বলেন, "আমি মনে করি আমেরিকায় আসা প্রতিভাবান ভারতীয়দের কাছ থেকে আমেরিকা প্রচুর উপকৃত হয়েছে।"  

নাস্কের মন্তব্য এমন এক প্রেক্ষাপটে এসেছে যখন আমেরিকায় যাওয়ার স্বপ্ন ক্রমশ ফিকে হচ্ছে ভারতীয়দের সামনে। সৌজন্যে ট্রাম্পের বিভিন্ন কঠোর নীতি।