আজকাল ওয়েবডেস্ক: ফের সন্তানের বাবা হলেন এলন মাস্ক। এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শুরুতে মাস্ক এবং শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। ৫২ বছর বয়সী এলন মাস্কের সন্তান সংখ্যা বর্তমানে ১২। ২০২১ সালে নিউরালিঙ্কের ম্যানেজার শিভন জিলিসের সঙ্গে সম্পর্কের শুরু হয় মাস্কের। তাঁদের যমজ সন্তান হয়। কিন্তু তৃতীয় সন্তানের নাম এখনও জানা যায়নি। এলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ছয় সন্তান এবং প্রাক্তন প্রেমিকা গ্রিমসের সঙ্গে তিনটি সন্তান রয়েছে। উল্লেখ্য, মাস্ক এবং উইলসন ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবাহিত ছিলেন।

২০১৮ সালে গ্রিমসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্স এ-এক্স-আইআই জন্মগ্রহণ করে। এক বছর পরে, সারোগেটের মাধ্যমে তাঁদের কন্যা এক্সা ডার্ক সিডেরেলের জন্ম হয়। তবে জানা যায়, ২০২২ সালে মাস্ক এবং গ্রিমসের সম্পর্কের ইতি ঘটলেও তাঁদের টেকনো মেকানিকাস নামে আরও এক সন্তান রয়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে গ্রিমস নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, তিনি যেন দেখাতে পারেন তার ছোট্ট টেকনো কতটা সুন্দর, তবে তাঁর অগ্রাধিকার সন্তানদের জনসাধারণের দৃষ্টি থেকে দূরে রাখা।