আজকাল ওয়েবডেস্ক:‌ পাকিস্তানে ভূমিকম্প। সোমবার বিকেলে কম্পন অনুভূত হয় পাকিস্তানের উত্তর প্রান্তে। ভারতীয় সময় বিকেল চারটে নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.‌২। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনও মেলেনি।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকাতেই ভূমিকম্পটি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থল।


প্রসঙ্গত, সোমবার পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ছিল ভূমিকম্পের উৎসস্থল। খাইবার পাখতুনখোয়ায় পাক অধিকৃত কাশ্মীরের একটি অঞ্চলে ভূমিকম্পটি হয়েছে। কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানের উত্তর পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কিছু অঞ্চলেও। সেখানেও রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.‌২। এটা ঘটনা, সোমবার পাকিস্তানের উত্তর প্রান্ত এবং আশপাশের অঞ্চলে দফায় দফায় ভূমিকম্প হয়েছে।


এর আগে গত শুক্র ও শনিবারও আফগানিস্তানে কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৪.‌৫ ও ৪.‌৩। 


জানা গেছে ভারতীয় সময় অনুসারে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাজিকিস্তানে ভূমিকম্প হয়। সেটির কম্পন অনুভূত হয় আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। পাকিস্তান সীমান্ত লাগোয়া একটি অঞ্চল ছিল ভূমিকম্পের উৎসস্থল। এই ভূমিকম্পেও প্রভাব পড়ে খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরের কিছু অঞ্চলে।