আজকাল ওয়েবডেস্ক: অনেকেই রাস্তায় কুকুরকে নিয়ে ঘুরতে পছন্দ করেন। যাদের বাড়িতে কুকুর রয়েছে তারা প্রায়ই নিজেদের ঘরের পোষ্যটিকে নিয়ে ঘুরতে ভালবাসেন। তবে বিশ্বের এমন একটি দেশ রয়েছে যেখানে রাস্তায় কুকুর নিয়ে বের হলেই পড়তে হবে কঠিন শাস্তির সামনে।


ইরানের রাস্তায় আপনি কুকুর নিয়ে ঘুরতে পারবেন না। সেখানকার ২০ টি শহরে ইতিমধ্যে এবিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। কুকুরদের থেকে যে রোগ হয় এবং রাস্তাকে আবর্জনা থেকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইরান কর্তৃপক্ষ। 


ইরানের সরকার জানিয়েছে সেখানকার রাস্তায় যদি কুকুর নিয়ে বের করা হয় তাহলে সেখান থেকে অন্য মানুষের কাছে বিপদ হতে পারে। ফলে তারা কুকুর নিয়ে এই ধরণের নিষেধাজ্ঞা জারি করল। যদি কুকুরের মালিকরা এই নিয়ম না মানেন তাহলে তারা কঠিন শাস্তির সামনে পড়বে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।


ইরানে আগে এমন পরিস্থিতি ছিল না। তবে বেশ কয়েকটি কুকুরের কামড়ের পর এই সিদ্ধান্ত নিয়ে ইরান। তারা জানিয়ে দিয়েছে এবার থেকে সকলকেই মানতে হবে এই নিয়ম। নাহলে কঠিন জরিমানার সামনে পড়তে হবে। 


ইরানের রাস্তাঘাট, পার্ক, সাধারণ মানুষের যাতায়াত করার জায়গা, গাড়িতে করে কুকুরকে নিয়ে ঘোরা। সবই বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যদি এই দেশে আপনি যান তাহলে কুকুরকে ছাড়াই আপনাকে চলতে হবে। নাহলে কঠিন শাস্তির সামনে পড়তে হবে।


যদি কুকুর রাখতে হয় তাহলে আপনি নিজের বাড়িতে রাখতে পারেন। যদি এই নিয়মটি আপনি মেনে না চলেন তাহলে সেখান থেকে আপনি কঠোর শাস্তির সামনে পড়বেন। এই নিয়ম মেনেই আপনাকে ইরানে থাকতে হবে।