আজকাল ওয়েবডেস্ক : কখনও নিজের শিশুকে কাছ থেকে লক্ষ্য করেছেন। যদি না করে থাকেন তাহলে অতি অবশ্যই আজ থেকে এই কাজটি করতে শুরু করুন। ছোটো শিশু যারা কথা বলতে পারে না শুধু অবাক চোখ নিয়ে আপনার দিকে তাকিয়ে থাকে। তবে এটা মনে করার কোনও কারণ নেই তারা কিছুই জানে না। 


শিশুরা ছোটো থেকেই যেন গোয়েন্দা। তাদের চারিদিকে যে জগৎ রয়েছে তাকে তারা বুঝে নিতে চেষ্টা করে। প্রতিদিন সেই অভিজ্ঞতা বাড়তে থাকে। যখন আপনি তাদের সামনে কথা বলেন তারা শুধু আপনার কথা শোনে সেটা কিন্তু বোঝা ভুল। তারা প্রতিটি শব্দকে নিজের মতো করে চিনে নেয়। 


সম্প্রতি একটি গবেষণা থেকে দেখা গিয়েছে ৬ থেকে ১২ মাসের মধ্যেই সমস্ত শিশুরা তাদের চারিদিকে ঘটে যাওয়া ভাষাকে চিনে নেয়। সেইমতো তখন থেকেই তারা নানা ধরণের প্রতিক্রিয়া দিতে শুরু করে। জন্মের পর থেকেই প্রতিটি শিশু তাদের মাতৃভাষাকে শিখে শুরু করে। তাদের কান এবং বুদ্ধি তাদেরকে সেই কাজে সহায়তা করে থাকে। ৬ থেকে ১২ মাসের মধ্যেই শিশুর মধ্যে তার নিজের ভাষাকে চিনে নেওয়ার ক্ষমতা তৈরি হয়ে যায়। সেখান থেকেই সে পরবর্তীকালে নিজের মতো করে কথা বলতে শুরু করে।

 


শিশুরা প্রথমে ছোটো অক্ষরগুলিকে চিনে নেয়। তারপর ধীরে ধীরে তাদের মধ্যে বড় অক্ষরগুলিকে চেনার ক্ষমতা তৈরি হয়ে যায়। গবেষণা থেকে দেখা গিয়েছে শিশুরা প্রথমে ভাওয়েল চিনে নেয়, পরে বাকি শব্দকে চিনে নেয়। 

 


বহু শিশুই ছেলেবেলা থেকে কার্টুন দেখতে পছন্দ করে। তার প্রধান কারণ হল তাদের মস্তিষ্ক তাদেরকে যে কল্পনা তৈরি করে দেয় তারই প্রকাশ তারা দেখতে পায় কার্টুনে। যে শিশু যত বেশি কার্টুন দেখতে পছন্দ করে তার কল্পনাশক্তি তত প্রখর হয়ে থাকে। এমনকি কার্টুন দেখার সময় তারা বহু ভাষা সম্পর্কে অতি সহজেই জ্ঞান লাভ করে থাকে। কার্টুনে থাকা ছোটো ছোটো চরিত্রগুলি তাদেরকে আনন্দ দেয়। ফলে তাদের চিন্তাশক্তি দ্রুত বিকাশ ঘটতে শুরু করে।