আজকাল ওয়েবডেস্ক: রাশিয়ার গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক অদ্ভুত চেহারার কাঁকড়া তুলেছেন রোমান ফেদোরৎসভ, যাঁর বিচিত্র সামুদ্রিক প্রাণী ধরার দক্ষতা এবং রসবোধে মজে থাকে ইন্টারনেট। তবে এবার যেন সব সীমা ছাড়িয়ে গেল—কারণ তাঁর জালে ধরা পড়েছে একটি উজ্জ্বল কমলা কাঁকড়া, যাকে দেখেই নেটিজেনরা চিৎকার করে উঠেছেন: “এই তো ট্রাম্প!”
কাঁকড়াটির মুখে একরকম ‘রাগী ভ্রুকুটি’, ঠোঁটদুটো মোচড়ানো—আর সেই ক্লাসিক কমলা রঙ, যা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, “ট্রাম্প তুমি নাকি জলে বাস করো?” কেউ লিখেছেন, “ম্যাগা ক্যাব এসেছে বুঝি!” রোমান নিজেই ছবিটি পোস্ট করে মজা করে ক্যাপশন দেন: “Trump crab”, আর তাতেই ঝড় ওঠে অনলাইনে।
রোমান, যিনি রাশিয়ার মারমানস্কে একটি ট্রলারে কাজ করেন, এমন বিচিত্র সামুদ্রিক জীব ধরে প্রায়ই ইন্টারনেটে ভাইরাল হন। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ৬ লক্ষ ১৪ হাজার ফলোয়ার। এই কাঁকড়ার ছবি পছন্দ করেছেন ১,১০০-রও বেশি মানুষ, আর কমেন্টবক্সে একের পর এক হাসির বন্যা। একজন মজা করে লিখেছেন, “সমুদ্রও নাকি রিপাবলিকান হয়ে গেছে!” আরেকজন লিখেছেন, “ট্রাম্প জলজ অ্যাভাটারে ফিরে এসেছেন বুঝি!”
রোমানও কম যান না—কমেন্টে একের পর এক হাসির ইমোজি আর থাম্বস আপ দিয়ে বুঝিয়ে দেন, তিনিও দারুণ মজা পেয়েছেন ‘ট্রাম্প কাঁকড়া’ নিয়ে। যদিও কাঁকড়াটি আদতে কোন প্রজাতির, বা এর বৈজ্ঞানিক নাম কী—সে নিয়ে জটিল আলোচনা হয়নি। কারণ আপাতত সোশ্যাল মিডিয়ায় সবার একটাই প্রশ্ন—"ট্রাম্প যদি জলজ হতেন, তবে ঠিক এমনই দেখাতেন কি?"
