আজকাল ওয়েবডেস্ক:  রোগ মানেই তা দেহকে ক্ষতি করে। সেই রোগ হতে পারে নানা ধরণের। তবে সম্প্রতি অবাক করা তথ্য সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে বেশ কয়েকটি রোগ থাকে যেগুলি মানুষের পাশাপাশি সাপের দেহেও থাকে। একই রোগের শিকার হয় মানুষ এবং সাপ উভয়েই।


নিউমোনিয়া:  মানুষের দেহে একটি রোগ সাপের দেহে প্রায়ই দেখা যায়। সেটি হল নিউমোনিয়া। অতিরিক্ত শীত বা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলে সাপের দেহে এই রোগ হয়। এটি ব্যাকটেরিয়া, ভাইরাল হয়। এরফলে সাপেরা একেবারে কাবু হয়ে পড়ে। 


স্টোমাটিস:  এই রোগটি সাধারণত মুখের ভিতর হয়। মুখের ভিতরে এই রোগের ফলে ঘা তৈরি হয়। মানুষের যদি এই রোগ হয় তাহলে তারা ওষুধ খেয়ে তাকে সারিয়ে নেয়। তবে সাপেরা সেটি পারে না। তাদের মুখে এই রোগ হলে তারা না খেতে পেয়ে মারা যায়।


প্যারাসাইট:  মানুষের মতো সাপের দেহে প্যারাসাইট হামলা হয়ে থাকে। এরফলে সাপের চামড়া অনেকটা নষ্ট হয়ে যায়। অনেক সময় সেখানে নানা ধরণের রোগ হয়ে যায়। তাই সেগুলি থেকে সাপেরা মারা যায়।


বোন ডিজিস: মানুষের মতো সাপেরাও হাড়ের নানা ধরণের সমস্যায় ভোগে। তাদের দেহে হাড়ের রোগ তৈরি হয়। সেখানে হাড়ে অপুষ্টির কারণে তারা বেশি জোরে ছুটতে পারে না। সাপের হাড় ভেঙে যাওয়ার ফলে তারা সহজে শিকার করতে পারে না। নিজেরাই শিকার হয়ে যায়।


টিউমার: সাপের দেহে টিউমার তৈরি হয়। এটি ধীরে ধীরে তাদেরকে নিস্তেজ করে দেয়। এরফলে সাপের চামড়া প্রতিদিন নষ্ট হতে শুরু করে। সাপের দেহে তৈরি হতে পারে ক্যান্সার। সেখান থেকে তারা মৃত্যুমুখে পতিত হয়।