আজকাল ওয়েবডেস্ক: কোমরে অসহ্য যন্ত্রণা। বিছানা ছেড়ে উঠতেও পারতেন না। কোমরের ব্যথায় কয়েক মাস শয্যাশায়ী। সেই ব্যথা সারাতেই টোটকা মানেই গিয়ে নিজের বিপদ নিজেই ডাকলেন। জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেলেন এক বৃদ্ধা! তাঁর এই কীর্তি আরও চাপা থাকল না। লোকমুখে শুনেই জ্যান্ত ব্যাঙ খেয়ে কোমরের ব্যথা কমাতে চেয়েছিলেন তিনি। বাস্তবে হিতে বিপরীত ঘটল। 

 

চীনের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনের এক বৃদ্ধার সঙ্গে। ৮২ বছরের এক বৃদ্ধা কোমরের ব্যথা কমাতে আটটি জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেয়েছেন সম্প্রতি। তবে লোকমুখে ব্যথা কমানোর টোটকা শুনেই চরম পরিণতি হয়েছে তাঁর। হজম শক্তি খুইয়ে, পেটের যন্ত্রণায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

 

জানা গেছে, চীনের ঝেইঝাং প্রদেশের হ্যাংঝাউয়ে ঘটনাটি ঘটেছে। আটটি ছোট ছোট জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খাওয়ার পর কোমরের ব্যথা কমার পরিবর্তে পেটের যন্ত্রণায় কাতরাতে শুরু করেন ওই বৃদ্ধা। অবশেষে সেই পেটের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ঝ্যাং নামের ওই বৃদ্ধা বর্তমানে হ্যাংঝাউয়ের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। 

 

বৃদ্ধার ছেলে চীনের ওই হাসপাতালের চিকিৎসককে জানিয়েছেন, 'আমার মা আটটি জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেয়েছেন। সেগুলি খাওয়ার পরেই পেটের যন্ত্রণায় হাঁটাচলা করতে পারছেন না তিনি।' জানা গেছে, বৃদ্ধা হার্নিয়েটেড ডিস্কের সমস্যায় ভুগছিলেন। এর জেরে তাঁর কোমরে তীব্র ব্যথা অনুভূত করতেন। কোমরের যন্ত্রণায় একেবারে ঝুঁকে বসতেন তিনি। সেই ব্যথা সারাতে টোটকা মেনে জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খান। 

 

আরও পড়ুন: এত টাকার লোভ! বিয়ের ৪ মাস পর স্ত্রীকে নৃশংসভাবে খুন, বিছানার তলায় লুকিয়ে পালালেন স্বামী

 

সম্প্রতি স্থানীয়দের কোমরের ব্যথার কথা জানিয়েছিলেন। শেষমেশ এলাকার কয়েকজন বৃদ্ধা তাঁকে পরামর্শ দেন, ছোট ছোট জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খেলেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। লোকমুখে টোটকা শুনেই পরিবারের সদস্যদের জ্যান্ত ব্যাঙ ধরে আনার জন্য অনুরোধ করেছিলেন বৃদ্ধা। বাড়িতেই শেষমেশ সেই জ্যান্ত ব্যাঙ চিবিয়ে খান। 

 

সেগুলি খাওয়ার পর আর হজম করতে পারেননি বৃদ্ধা। ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সংক্রমণ ছড়াতেই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। সেই যন্ত্রণায় তিনি পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়েন। তড়িঘড়ি করে পরিবারের সদস্যরা বৃদ্ধাকে হ্যাংঝাউয়ের হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

 

বৃদ্ধার মেডিক্যাল টেস্টের পর চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ তাঁর গোটা শরীরে ছড়িয়ে পড়েছে। oxyphil cells-এর মাত্রা বেড়ে গেছে। যার জেরে রক্তেও সংক্রমণ ছড়িয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এর জেরেই। যদিও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। জ্যান্ত ব্যাঙ খেয়ে কোমরের যন্ত্রণা কমানোর কথা এর আগে চিকিৎসকরা শোনেননি। লোকমুখে শোনা টোটকা মানতে গিয়ে যে সর্বনাশ বৃদ্ধা করেছেন, তারপর সাধারণ মানুষদের সতর্ক করেছেন তাঁরা।