আজকাল ওয়েবডেস্ক: ছুটিহীন টানা অফিস, মাত্র একদিন ছুটি নিয়ে ১০৪ দিন একনাগাড়ে কাজ করলেন। আর তাতেই চরম বিপত্তি। প্রাণ হারালেন কর্মী। 

 

ঘটনাটি ঘটেছে চিনে। অ্যাবাও, তিনি একজন চিত্রশিল্পী। বয়স ৩০। কাজের চাপে, ১০৪ দিন টানা কাজ করেছেন কেবল একদিন ছুটি নিয়ে। ওয়াকিবহাল মহল বলছে, অফিসের অতিরিক্ত কাজের চাপ, কর্মীদের কোন পরিণতির দিকে ঠেলে দেয়, অ্যাবাও তারই উদাহরণ।

 

ঠিক কী হয়েছিল? সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, ফেব্রুয়ারি, ২০২৩ থেকেই প্রবল চাপের মধ্যে কাজ করছিলেন তিনি। তাতেই ঘটে বিপত্তি। গতবছর থেকে এবছর জানুয়ারি পর্যন্ত, ঝোয়িয়াং প্রদেশের ঝৌসান শহরে কড়া কন্ট্রাক্টে কাজ করতে রাজি হয়েছিল চিত্রশিল্পী। টানা কাজ করার মাঝে কেবল এপ্রিলে একদিন ছুটি নিয়েছিলেন। মে মাসে অ্যাবাও অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থা ক্রমে খারাপ হতে, সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান ফুসফুসে সংক্রমণ-সহ একাধিক সমস্যা শুরু হয়েছে তাঁর শরীরে। চিকিৎসা শুরু হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। 

 

অ্যাবাও-এর পরিবার ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ প্রবল কাজের চাপ দেওয়া হত তাঁকে। নিয়োগকর্তাদের বিরুদ্ধে চরম অবহেলার একটি মামলা দায়ের করেছে পরিবার। যদিও সংস্থা এই অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি, চুক্তি স্বেচ্ছায় মেনে নিয়েছিলেন অ্যাবাও, অতিরিক্ত সময় কাজ করা তাঁর ইচ্ছা ছিল।