আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর প্রায় প্রতিবছরই সন্তানের জন্ম দেন এক তরুণী। ইতিমধ্যেই ন'টি সন্তানের জন্ম দিয়েছেন। তাতেও খুশি নয় দম্পতি। আরও চারটি সন্তানের আকাঙ্ক্ষা তাদের। কিন্তু কারণ কী? দম্পতি চায়, ১২টি রাশির জাতক-জাতিকা থাকুক তাদের সংসারে। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে, তিয়ান ও জাউ চিনের বাসিন্দা। ২০০৮ সালে তাঁদের সম্পর্কের শুরু। ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ন'টি সন্তানের জন্ম দিয়েছেন তিয়ান। এর মধ্যে দুইবার যমজ সন্তানের জন্ম দেন। ২০২২ সালে নবম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ন'টি সন্তানের পরেও আরও চারটি সন্তানের জন্ম দিতে চাইছেন। 

 

তিয়ান ও জাউ জানিয়েছেন, তাঁদের ন'টি সন্তানের মধ্যে আটটি সন্তানের ভিন্ন ভিন্ন রাশি। মাত্র দু'টি সন্তানের এক রাশি। আরও চারটি সন্তানের জন্ম দিলে, তাঁদের আশা ভিন্ন রাশির জাতক-জাতিকাই হবে। অর্থাৎ ১২টি রাশির জাতক-জাতিকা তাঁদের সংসার আলো করে থাকবে। এর জন্য খরচ করতেও প্রস্তুত তাঁরা। 

 

সংবাদমাধ্যম সূত্রে খবর, জাউ একটি কোম্পানির সিইও। সেই কোম্পানির ম্যানেজার তিয়ান। বিলাসবহুল জীবনযাপন করেন তাঁরা। বিপুল সম্পত্তির মালিক তাঁরা। ১২টি সন্তানের দেখভাল করতে আর্থিক দিক থেকে কোনও অসুবিধাই হবে না। এখনই ন'টি সন্তানের দেখভালের জন্য একাধিক কেয়ারটেকার রয়েছেন। ১২টি সন্তান হলে আরও বড় ভিলা বানানোর পরিকল্পনা করেছেন তিয়ান ও জাউ।