আজকাল ওয়েবডেস্ক: টেবিলে বসে একসঙ্গে খাবার খাচ্ছিলেন তিনজনে। ব্যক্তির পাশেই বসেছিল দুই ছেলে। টেবিলে সাজানো লোভনীয়, সুস্বাদু সব খাবার। এদিকে ভূমিকম্প টের পেতেই সকলে ছুটে পালিয়ে যান। শুধুমাত্র ওই কিশোর ছাড়া। টেবিলে সাজানো সুস্বাদু খাবার ফেলে পালিয়ে যাওয়ার কোনও মানেই হয় না! তাই কম্পন টের পেয়েও কব্জি ডুবিয়ে খেতে ব্যস্ত ছিল সে। এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়তেই হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। 

 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। ২৩ জুন দক্ষিণ চীনের গোয়াংডং প্রদেশের চিংউয়ান শহরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। সেই ভূমিকম্পের সময়েই এই ঘটনাটি ঘটে। 

 

ভিডিওতে দেখা গেছে, দুই সন্তানকে নিয়ে খাওয়াদাওয়া করছিলেন এক ব্যক্তি। টেবিলে সাজানো ছিল নুডলস, চিকেন, পেস্ট্রি, কেক আরও কত কী। কম্পন টের পেতেই দুই সন্তানকে নিয়ে ঘর ছেড়ে পালিয়ে যান ব্যক্তি। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই কিশোর আবার ফিরে আসে‌। ঘরে ফিরেই নুডলসের বাটি নিয়ে পালিয়ে যায়। আবার একবার ফিরে এসে নানা ধরনের খাবার মুখে তুলেই পালিয়ে যায় সে। এতকিছুর মাঝে আতঙ্কে কয়েকবার চিৎকার করতেও শোনা গেছে। 

 

ভিডিওটি দেখেই নেটিজেনদের বক্তব্য, ভূমিকম্পের সময়েও খেতে ব্যস্ত কিশোর। সত্যিকারের খাদ্যরসিক সে! একজন লিখেছেন, 'যত বড় বিপর্যয় ঘটে যাক, পেট ভরে পছন্দের খাবার খাওয়া ছাড়া যাবে না।' আবার একজন লিখেছেন, 'এই কিশোরকে পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্যরসিক উপাধি দেওয়া হোক!'