আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে চলেছে। বেজিং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা এই 'শুল্ক যুদ্ধের' বিরুদ্ধে "শেষ পর্যন্ত" লড়াই চালিয়ে যাবে।

চীন অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ ‘বলপূর্বক ও অনৈতিক’ এবং তারা এ বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

তীব্র বাকযুদ্ধের পাশাপাশি, চীন এখন কৌশলগতভাবে অন্যান্য দেশগুলোর সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিচ্ছে যাতে আমেরিকার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এই শুল্কনীতি প্রত্যাহার করানো যায়।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন  ও মালয়েশিয়ার সঙ্গে তারা বাণিজ্য জোরদার করতে আলোচনায় বসেছে। তবে চীনের প্রধান বাণিজ্যিক অংশীদার অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা চীনের সঙ্গে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনার ফলে বিসগ্ব বাজারে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হচ্ছে, যার প্রভাব পড়তে পারে উন্নয়নশীল দেশগুলোর ওপরও।