আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তির দিক থেকে ফের একবার বিশ্বরেকর্ড করল চিন। তারা এবার তৈরি করে ফেলল বিশ্বের সবথেকে দ্রুতগামী ট্রেন। এই ট্রেনটির নাম মাঘলেভ। এর গতি যেন চোখের পলকের মতোই। মাত্র ২ সেকেন্ডে চোখের সামনে দিয়ে ৭০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে বেরিয়ে গেল। 


যেসমস্ত ফটোগ্রাফাররা এর ছবিটি তুলবেন বলে আশা করেছিলেন তারা বেশি সময় পাননি। তাদের চোখের সামনে দিয়েই যেন ঝড় বয়ে গেল। খোলা চোখে যাবে দেখা খুবই কষ্টের। চিনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি এই কাজটি করেছে। তারা যে ট্রেনটি তৈরি করেছে সেখানে ট্রেনের সঙ্গে লাইনের একটি চুম্বকের সম্পর্ক তৈরি করেছে। নাহলে ট্রেনটি লাইন থেকে ছিটকে যেতে পারে।


৪০০ মিটার এই ট্রেনটির ওজন প্রায় ১ হাজার কেজি। শুধু গতি দিয়ে ট্রেন চালানোই নয়, তাকে সঠিক সময়ে থামিয়ে দেওয়াও ছিল একটি কঠিন কাজ। তবে গোটা কাজটি মিটেছে অতি সহজেই। যে ভিডিওটি সর্বত্র ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে এটি যেন একটি আলোর ঝলকের মতোই চলে গেল। 


এটি ঠিক যেন একটি রকেট বা মিসাইলের মতো। চিনের এক শহর থেকে অন্য শহরে যাওয়া এখন কয়েক মিনিটের ব্যাপার। যে চালক এই ট্রেনটি চালিয়েছেন তাকে সহযোগিতা করতেই বেশ কয়েকজন ছিলেন। গতির যুগে চিন যে ফের একবার বিশ্বকে পিছনে ফেলে দিল সেকথা বলাই যায়।
যারা এটি তৈরি করেছেন তারা জানিয়েছেন এখানে মহাকাশের প্রযুক্তিকে তারা কাজে লাগিয়েছেন। রকেট এবং মহাকাশে এই ধরণের প্রযুক্তি তারা ব্যবহার করেন। ফলে গোটা বিষয়টি সুস্থভাবে হয়েছে।

&t=2133s